X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘মাঝে মাঝে কিছু ক্রেতা আসেন কিন্তু বাজেটের সঙ্গে দাম না মিলায় চলে যান’

নেত্রকোনা প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৬:২৭আপডেট : ২২ জুন ২০১৭, ১৬:৩২

অলস সময় পার করছে বিক্রেতারা (ছবি- ময়মনসিংহ প্রতিনিধি)

‘মাঝে মাঝে রাতের বেলায় অল্প কিছু ক্রেতা আসেন। দামের সঙ্গে বাজেটের মিল না থাকায় তারা শুধু দেখে  চলে যায়।’ এ ভাবেই কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার সর্ববৃহত মহিউদ্দিন মার্কেটের এক ব্যবসায়ী। এবার নেত্রকোনার হাওর অঞ্চলের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের কোনও ভীর নেই। একই অবস্থা হাওরের সব চেয়ে বড় বাজার ‘লেপসিয়া’র মসলার দোকান, মুদি দোকান, টেইলার্সসহ সব দোকানের।

তিনি আরও  বলেন, ‘ঈদের আর মাত্র তিন দিন বাকি অথচ মানুষের কেনা-কাটা অন্য সময়েরও চেয়ে অনেক কম।’

নেত্রকোনার হাওর এলাকায় কাপড়ের দোকানে ক্রেতা নেই( ছবি-নেত্রকোনা প্রতিনিধি)

এ অবস্থার জন্য দায়ী আগাম বন্যা ও পাহাড়ি ঢল। বন্যা ও পাহাড়ি ঢলে মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ ১৩টি হাওরের বোরো ফসল তালিয়ে গেছে। এর মধ্যে ১০০ ভাগ ক্ষতির সম্মুখিন হয়েছে খালিয়াজুরী উপজেলার বোরো ফসল। বন্যায় এ উপজেলার ২৫ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে। অন্য বছর ঈদ আসলেই হাওর পাড়ের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীর থাকে, কিন্তু এ বছর এর চিত্র একেবারে ভিন্ন।

ক্রেতা নেই মশলার দোকানগুলোতেও ( ছবি- নেত্রকোনা প্রতিনিধি)

খালিয়াজুরী উপজেলা সদরের জয় বস্ত্রালয়ের সত্বাধিকারী মানিক দে জানান, প্রতি ঈদে হাওরের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভীর থাকে, কিন্তু এ বছর মানুষের ঘরে ধান নেই,তিন বেলা ঠিক মতো খাবারই খেতে পারছে না, ঈদের কেনা কাটা করবে কি দিয়ে।

 বাজারের মায়া টেইর্লাস এর মালিক, জহির উদ্দিন বলেন,‘ভাই এ বছর মানুষের মাঝে ঈদের কোনও আমেজ নেই, তাই আমাদের অবস্থাও ভালো না। কারণ এই ব্যবসার উপরই আমাদের রুটি রুজি।

একই অবস্থা মদন-মোহনগঞ্জ এলাকার বাজারগুলোর। ক্রেতা নেই, দিন ভর অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। দোকান মালিকরা বলছেন,‘ঈদে কর্মচারীদের বেতন কিভাবে দিবেন তা নিয়েই তারা চিন্তিত।’

মদর উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা জাহির হোসেন বলেন, ‘ভাই সকাল থেকে মার্কেটে ছেলে-মেয়ে নিয়ে ঘুরছি কিন্তু কিছুই কিনে দিতে পারছি না। হাতে টাকা নেই। সব কিছুর দাম বেশি তাই সন্তানদের বলছি যে কোনও একটা জিনিস কিনতে।( হয় জামা না হয় জুতা)।

হাওর এলাকার কাপড়ের দোকান (ছবি- নেত্রকোনা প্রতিনিধি)

এ অঞ্চলের কয়েকজন বাসিন্দা জানান, আমাদের ঘরে খাবারই নেই ঈদ করব কি দিয়ে। তাই ছেলে মেয়েদের মনে কোনও ঈদ। এ সব এলাকার মানুষের মধ্যে অনেকেরই চিনি সেমাই কেনার সাধ্য নেই।

সরকারিভাবে ঈদের কোনও সাহায্য পায়নি এসব অঞ্চলের মানুষ। কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতা-কর্মীদের পক্ষ থেকেও বিতরণ করা হয়নি ঈদ সামগ্রী। ফলে হতাশার ছাপ এ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের চোখে মুখে।

/জেবি/

আরও পড়তে পারেন: মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা