X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ২০:১৯আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০০:০৪

জামালপুর
জামালপুরের চন্দ্রা রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেল ক্রসিং-এ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে পড়েছিল। এসময় জামালপুর সদর থানার পরিচ্ছন্নতাকর্মী কম্পপুর এলাকার মৃত রেহান মণ্ডলের ছেলে সানোয়ার (৪০) ঘটনাস্থলেই মারা যান। আহতদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল জাসপাতালে নেওয়ার পর জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকার মৃত শাহা আলমের ছেলে মীর হোসেন (৩৫),  একই এলাকার ইজিবাইক চালক আব্দুর বারেকের ছেলে আব্দুর রহীম (৪০), বাঁশচড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে ইন্তাজ আলীর (৫০), কম্পপুর এলাকার মৃত তুফানুরের ছেলে ফরিদুল হক (৩৮), একই এলাকার নওশের আলীর ছেলে হোসন আলী (৫০) মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন, মৃত হাতেম আলীর ছেলে গুল বক্স (৩৫) ও  শাহ্বাজপুর এলাকার আব্দুল আজিজের স্ত্রী সালেহা বেগম(৫০)। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

জামালপুর রেল থানার ওসি মো. নাছিমূল ইসলাম মজুমদার বলেন,  ‘ওই লেভেল ক্রসিংয়ে কোনও গেইটম্যান না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।’

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. রাসেল সাবরিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এফএস/এনআই/

আরও পড়ুন- মায়ের কোলে না ফেরা পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় তৌফা ও তহুরা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে