X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাসের টিকিট নিয়ে উত্তেজনা, বুকে বন্দুক ঠেকালেন এসআই

নেত্রকোনা প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০৭:১৯আপডেট : ২২ জুন ২০১৮, ০২:০৯

ওসি ও তার ছেলেকে টিকিট দিতে না পারায় বাসের কাউন্টারে থাকা টিকিট মাস্টারের বুকে পিস্তল ঠেকালেন কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। কেবল পিস্তল ঠেকিয়েই ক্ষান্ত হননি ওই এসআই, টিকিট কাউন্টারে উপস্থিত ব্যক্তিদের অকথ্য গালমন্দও করেছেন তিনি। এসআই মোশাররফের তাণ্ডবের আগে ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সেখানে এক দফা গালমন্দ করে এসেছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কলমাকান্দার রেইট্রিতলায় ঢাকা-কলমাকান্দা নৈশকালীন বাস কাউন্টারে ঘটা ওই ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। নেত্রকোনায় বাসের টিকিট নিয়ে উত্তেজনা, বুকে বন্দুক ঠেকালেন এসআই

কলমাকান্দা নৈশকোচের টিকিট কাউন্টারের মাস্টার সাহেব আলী জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম তার ২৮/২৯ বছর বয়সী ছেলেকে নিয়ে টিকিট কাউন্টারে যান। সেখানে তিনি ঢাকাগামী বাসের কয়েকটি টিকিট চান। সাহেব আলী ওসিকে জানান, ঢাকার কোনও টিকিট নেই। তখন ওসি তাকে বলেন, ‘তাহলে ভিআইপি টিকিট দে।’ উত্তরে সাহেব আলী তিন দিনের সব টিকিট শেষ হয়ে যাওয়ার কথা জানালে উত্তজিত হয়ে পড়েন ওসি শফিকুল। সাহেব আলী জানিয়েছেন, ‘ওসি আমার বাপ-মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। একপর্যায়ে আমার চাচা ও অন্য শ্রমিকরা এসে ওসি সাহেবকে বাধা দেন। এরপরে তিনি থানায় চলে যান।’

ওসি শফিকুলের প্রস্থানের কিছু সময় পর পুলিশের এসআই মোশারফ হোসেনসহ থানার কয়েকজন পুলিশ হাতে লাঠি নিয়ে টিকিট কাউন্টারে যান এবং সাহেব আলীকে মারতে উদ্যত হন। তখন হাতের ক্ষতে থাকা ব্যান্ডেজ দেখিয়ে সাহেব আলী তাদেরকে আঘাত না করতে অনুরোধ করেন। একপর্যায়ে এসআই মোশারফ হোসেন পিস্তল বের করে সাহেব আলীর বুকে ঠেকান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। সাহেব আলী জানিয়েছেন, এসআইয়ের সঙ্গে ওসির ছেলেরও লাঠি নিয়ে উপস্থিত হওয়ার তথ্য তিনি জানতে পেরেছেন। হট্টগোল দেখে যাত্রী ও সাধারণ মানুষ ছুটে গেলে পুলিশ সেখান থেকে চলে যায়।

সাহেব আলী জানিয়েছেন, পুলিশ আগেও এভাবে টিকিট নিয়েছে। তার ভাষ্য, ‘এ মাসে থানার রাইটার আরিফ সাহেব ৮টি ভিআইপি টিকিট নিয়েছেন। আমরা সব সময় পুলিশকে ভিআইপি টিকিট দেই কিন্তু তারপরেও পুলিশ এমন আচরণ করেছে।’ এ ঘটনার বিষয়ে শ্রমিক নেতাদের জানানো হলে নেত্রকোনা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেন। পুলিশ সুপার তাকে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ও এসআই মোশারফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দাবি করেছেন, ‘অভিযোগের সবটুকুই বনোয়াট ও মিথ্যা।’ নেত্রকোনা পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ তদন্তের বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের বক্তব্য হলো, ‘বাস কাউন্টারে কথাকাটাকাটি হওয়ার কথা শুনেছি। ঘটনা পরিপূর্ণভাবে জানার জন্য দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুষ্ঠু বিচার করা হবে।’

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল