X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক ফাগুনের দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি
২৩ মে ২০১৯, ২১:০৮আপডেট : ২৩ মে ২০১৯, ২১:০৯

সাংবাদিক ফাগুনের দাফন সম্পন্ন চিরনিদ্রায় শায়িত হলেন অনলাইন প্রিয় ডটকমের সাব এডিটর ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার ছেলে ইহসান ইবনে রেজা ফাগুন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয় মাদ্রাসা মাঠে ফাগুনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার লাশ শহরের চাপাতলি পৌর কবরস্থানে সমাহিত করা হয়।
ফাগুনের জানাজা নামাজে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, কৃষিবিদ আল ফারুক ডিউনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তেজগাঁও কলেজের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ফাগুন ঢাকায় পড়াশোনার পাশপাশি বেশ কিছু দিন ধরে অনলাইন সংবাদমাধ্যম প্রিয় ডটকমে সাব এডিটর হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (২১ মে) অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে ইন্টারভিউ দিয়ে বিকালে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাবা কাকন রেজার সঙ্গে ফাগুনের সর্বশেষ সন্ধ্যা ৭টায় মোবাইলে কথা হয়। পর তাকে আর ফোনে না পাওয়ায় সন্ধান করতে থাকে তার পরিবার। বুধাবার (২৩ মে) ভোরে ফাগুনের মা-বাবা ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত বিভিন্ন থানা ও হাসপাতালে ছেলের খোঁজ করতে থাকেন। এসময় বেলা ২টার দিকে জামালপুর থেকে খবর আসে ময়মনসিংহ-জামালপুর রেলপথের নান্দিনা রানা গাছা মধ্যপাড়া রেললাইনের কাছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ দাফন করা হচ্ছে। খবর পেয়ে তারা এবং শেরপুর থেকে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা জামালপুর গিয়ে কবরস্থান থেকে লাশ দাফনে আগ মুহূর্তে ফাগুনকে শনাক্ত করে। পরে বুধবার সন্ধ্যায় তার লাশ শেরপুর নিয়ে আসে।
জামালপুর রেল পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে রেললাইনের পাশে অজ্ঞাত যুবক হিসেবে ফাগুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় রেল পুলিশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশের ময়নাতদন্ত করে দাফনের চেষ্টা করে।
এদিকে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে শেরপুর প্রেসক্লাব। ২৪ মে শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে ফাগুনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ২৫ মে শনিবার বেলা ১১টায় শেরপুর বঙ্গবন্ধু স্কয়ারে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল