X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাড়ি ফিরতে শুরু করেছে জামালপুরের বানভাসিরা

জামালপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১৭:০২আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:০৬

জামালপুরে যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি পানি কমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসিরা। তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চল এখনও পানিবন্দি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসিদের। এসব বানভাসিদের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। পানি আর বাড়ার কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

পানি কমায় বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসিরা বুধবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানিয়েছেন, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারের তিন দফা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ইসলামপুর উপজেলা।

এই উপজেলার পাথর্শী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. আয়নাল হকের সঙ্গে কথা হলে তিনি জানান, তার বাড়িঘর এত দিন বন্যার পানিতে তলিয়ে ছিলো। পানি কমায় তিনি বাড়ি ফিরছেন। কিন্তু বন্যার কারণে তার বাড়িঘরের অনেক ক্ষতি হয়েছে। বাড়িঘর ঠিক করার মতো সামর্থ্য তার নেই। তাই খুব দুশ্চিন্তায় রয়েছেন ।
একই উপজেলার চিনাডুলি ইউনিয়নের মতিউর রহমান জানান, সবার বাড়ি থেকে পানি নামতে থাকলেও তার বাড়ি একটু নিচু এলাকায় হওয়ায় এখনও পানি রয়েছে। তাই পরিবার নিয়ে বাঁধের আশ্রয়েই থাকতে হচ্ছে । এভাবে কত দিন থাকতে হবে তা জানেন না তিনি। তাই ত্রাণ সহায়তার দাবি জানান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, জেলার সব বন্যা কবলিতদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এখন বন্যার পানি কমতে শুরু করেছে। তবে যেসব বনাভাসির এখনও ত্রাণের প্রয়োজন রয়েছে তাদের সকলকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, পানির তোড়ে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় এখনও স্থানীয় ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। খুব দ্রুতই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনার পানি বাড়ার আর কোনও সম্ভবনা নেই। তবে বন্যার পানি কমতে কিছুটা সময় লাগবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে