X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

কিছু দল তাদের স্বার্থে নানা অশুভ কাজ করছে: কৃষি মন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:০৪

 



কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রতিকালে কিছু কিছু দল, গোষ্ঠী তাদের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য নানা অশুভ কাজ করছে। সাম্প্রদায়িক শক্তি এখনও ধর্মকে অপব্যবহার করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন করছে। এই মানসিকতা থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার রেল-লাইন সংলগ্ন মহাশশ্মান ও কালীমন্দির ভার্চুয়াল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিরোধী তারা বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন করেছে। হিন্দু ধর্ম শান্তির বার্তা নিয়ে এসেছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, নেত্রকোনা জেলা সম্প্রীতি, সাংস্কৃতিক ও রাজনীতির উর্বরভূমি। আমি যখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করেছি তখন এ জেলায় ছাত্রলীগ খুবই শক্তিশালী ছিল। তাদের অনেকেই বর্তমানে জেলা রাজনীতির সঙ্গে জড়িত, অনেকেই আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে। মাঝে মধ্যে নেত্রকোনায় আওয়ামী লীগের রাজনীতিতে ছোটখাটো বিভেদ ও দ্বন্দ্ব পীড়া দেয়। আশকরি সবাই হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করবেন।

মন্ত্রী বলেন, ন্যায়-প্রতিষ্ঠা, সুন্দর জীবন ও সম্প্রীতির জন্য হিন্দু, মুসলিম এবং অন্য ধর্মাবলাম্বীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খসরু এমপি বলেন, এই শশ্মান নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা গেছে। তবুও আজ উদ্বোধনের মাধ্যমে নেত্রকোনা আবারও অসাম্প্রদায়িকতার স্বাক্ষর রেখেছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, নেত্রকোনায় সব সময় হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই-বন্ধুর মতো সববাস করেছে। তাই এখানে কোনও ধরনের উস্কানিতে যেন সাম্প্রদায়িক হানাহানি না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ্ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আইনজীবী অসিত সরকার সজল, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, মহাশ্মশান কালীমন্দিরের সার্বিক সহযোগিতাকারী ও প্রধান পৃষ্ঠপোষক দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক রাজন ভট্টাচার্য, বাংলাবাজার রেললাইন সংলগ্ন মহাশ্মশান ঘাট ও কালীমন্দির কমিটির সভাপতি বাবুল সাহা প্রমুখ।
পরে প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে কালীমন্দিরের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালি। এ সময় এলাকার বিভিন্ন ধর্মের কয়েকশ স্থানীয় মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫