X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কবি’র জন্যে কাঁদলেন মন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩

কিছু শোক কেবল শব্দে প্রকাশ করা যায় না। অন্তরের গভীরে থাকে তার নীরব অনুরণন। অতি প্রিয়জনকে হারানোর বেদনা সেখানে সারাক্ষণ নাড়া দেয় মগ্ন চৈতন্যকে। নেত্রকোনাবাসী তেমনই কষ্টকাতর। কারণ, ‘নেত্রকোনার বাতিঘর’ হিসেবে পরিচিত প্রিয় ব্যক্তিত্ব ও বটবৃক্ষ সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তার মৃত্যু ছুয়েছে জেলার সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকেও। স্মরণসভায় এসে তিনি কেঁদেছেন, কাঁদিয়েছেন প্রিয় কবির ভক্তকুলকেও।

গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যুতে আকস্মিকভাবে থমকে যায় নেত্রকোনার নাগরিক সমাজ। সাতদিন পর আরেক সোমবারে (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা থেকে শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় প্রয়াতের ওপর আলোচনা উপলক্ষে শুরু হয়  ‘নাগরিক স্মরণানুষ্ঠান’ ।

এখানে এসেছিলেন কবি, সাহিত্যক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও দলমত নির্বিশেষে রাজনৈতিক নানা সংগঠনের নেতারাও। এসেছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুও ।

অনুষ্ঠানে কবিকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ডায়াসে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে শুরু করেন প্রতিমন্ত্রী। প্রিয় মানুষটির প্রস্থান মেনে নিতে না পারায় বক্তব্য রাখার সময় চোখের পানি থামাতেই পারছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে সভায় উপস্থিত সকলের মধ্যে নেমে আসে আরও বিষাদ।

কান্না জড়িত কণ্ঠে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আজ এই বকুলতলায় বসন্তকালীন উৎসব হওয়ার কথা ছিল। কামরুল অনুষ্ঠানে থাকতো, কবিতা পড়তো। কিন্তু, আজ করতে হচ্ছে তাকে ঘিরে শোকসভা, স্মরণানুষ্ঠান!

কামরুল সংস্কৃতি ও সংগঠনের মধ্য দিয়ে নেত্রকোনাকে তুলে ধরেছেন৷ কামরুল আছেন, কামরুল থাকবেন। এসব কথা বলে কেঁদে কেঁদে মঞ্চ থেকে একপর্যায় নেমে যান প্রতিমন্ত্রী।

কবির স্মরণানুষ্ঠানে সঞ্চালনা করেন সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সাইফুল্লাহ এমরান। এতে স্থানীয় ও ঢাকা থেকে প্রাণের টানে ছুটে আসা কবি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। 

কবিকে স্মরণ করে সাহিত্য সমাজের পাশাপাশি বিভিন্ন জন ও সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে মোমবাতি প্রজ্বালন ও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ