X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাছুর ছাড়াই প্রতিদিন ৪ লিটার দুধ দিচ্ছে গরু

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৮ জুলাই ২০২১, ১০:৫৫আপডেট : ২৮ জুলাই ২০২১, ১০:৫৫

বাছুর জন্ম না দিয়েই প্রতিদিন সকালে দুই লিটার বিকালে দুই লিটার করে দুধ দিচ্ছে বকনা গরু। নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক হায়দার আলীর দুই বছর বয়সী এই গরু বাছুর ছাড়াই দুধ দিচ্ছে। এই দৃশ্য দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন লোকজন। দূর-দূরান্ত থেকেও তার বাড়িতে এসে ভিড় জমান উৎসুক জনতা।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষক হায়দার আলী কয়েক বছর আগে সংসারের অভাব দূর করার জন্য একটি গাভি কেনেন। কিছুদিন পর গাভিটি একটি বাছুর জন্ম দেয়। বাছুর বড় না হতেই নিজের কাছে রেখে গাভিটি বিক্রি করে দেন হায়দার।

দুই বছর না যেতেই বাছুরের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান হায়দার আলী। ওলান বড় দেখে দুই মাস আগে দুধ নেওয়ার চেষ্টা করেন তার স্ত্রী। প্রথমে এক লিটার পরে দুই লিটার- এখন দিনে চার লিটার করে দুধ পাচ্ছেন।

আর্থিক অবস্থা খারাপ হওয়ায় গরুকে ভালো খাবার দিতে পারছেন না বলে জানান হায়দার আলীর স্ত্রী। পুষ্টিকর খাবার খাওয়ানো গেলে ১০-১২ লিটার দুধ পাওয়া যেতো বলে জানান তিনি।

হায়দার আলী জানান, এই গরুর দুধের অনেক চাহিদা। নেত্রকোনা ছাড়াও আশপাশের জেলার লোকজন এসে দুধ নিয়ে যাচ্ছেন। এই গরুর দুধ খেয়ে মানুষ উপকার পাচ্ছে বলেও জানিয়েছেন।

বাছুর জন্ম না দিয়েও দুধ দিচ্ছে গাভি হায়দার আলীর স্ত্রী মদিনা আক্তার বলেন, সকালে দুই লিটার ও বিকালে দুই লিটার দুধ দিচ্ছে গরু। তবে ভালো খাবার দিতে পারলে দুধের পরিমাণ আরও বেশি হতো।

এদিকে বাছুর ছাড়াই দুধ দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন দেখতে আসছেন গরুটি। নেত্রকোনা শহর থেকে আসা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে গরুটি দেখার জন্য ছুটে এসেছি। আশপাশের জেলার মানুষও আসছেন। বাছুর ছাড়া দুধ দেওয়া গরু প্রথম দেখলাম।

প্রাণিসম্পদ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. সুশান্ত কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, বডিতে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার মতো ঘটনা ঘটলে বাছুর জন্ম না দিয়েই গরু দুধ দিতে পারে, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। গরুটিকে পুষ্টিকর খাবার দেওয়া হলে ছয় মাসের মতো এভাবেই দুধ দেবে। তবে পর্যাপ্ত খাবার না পেলে দুধ কমে যাবে। এটি কোনও আশ্চর্যজনক ঘটনা নয়। উপকারের আশায় মানুষ এই গরুর দুধ পান করলে প্রতারণার শিকার হবে। কেননা এই গরুর দুধে স্বাভাবিক গাভির চেয়ে বেশি পুষ্টিমানের উপাদান নেই। বরং পুষ্টিমান অনেকাংশে কম আছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!