X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এক বছরেও বর্ধিত বেতন পাননি সিনিয়র স্টাফ নার্সরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০২ ডিসেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৯:২০

এক বছরেও সিলেকশন গ্রেডের বর্ধিত বেতন ও বাড়ি ভাড়ার টাকা পাননি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা। এ নিয়ে ক্ষোভ বাড়ছে তাদের। ২০১৫ সাল থেকে ৭৫ জন সিনিয়র স্টাফ নার্সের সিলেকশন গ্রেড অনুমোদন করে সরকারি অর্ডার (জিও) করা হয় চলতি বছরের জানুয়ারিতে। সিলেকশন গ্রেড পেয়ে তাদের বেতন ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত হয়েছে। বর্তমানে তারা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার কর্মকর্তা। 

সিলেকশন গ্রেড পাওয়ায় ২০১৫ সালের জুলাই মাস থেকে বর্ধিত বেতন ও বাড়ি ভাড়া বাবদ ৭৫ জনের বকেয়া এক কোটি ১৩ লাখ ৭১ হাজার ৭২৮ টাকা। এক বছর পেরিয়ে গেলেও বকেয়া টাকা পাননি। বকেয়া না পাওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে।

বাংলাদেশ নার্সিং কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান বলেন, অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সিলেকশন গ্রেড পাওয়া সিনিয়র স্টাফ নার্সরা বর্ধিত বেতন ও বাড়ি ভাড়া পেয়েছেন। কিন্তু এই হাসপাতালে কর্মরতদের এক বছরেও তা দেওয়া হয়নি। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

তিনি আরও বলেন, করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা সাধ্যমতো রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে গেছেন। কিন্তু সিলেকশন গ্রেডের বকেয়া পাওনা না পেয়ে তারা হতাশায় ভুগছেন। তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বকেয়া পেলে অনেকেই সংসারের প্রয়োজনীয় কাজে খরচ করতে পারবেন। এই বকেয়া পরিশোধের অনুমোদনের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতরের মহা-পরিচালক বরাবর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পাঁচবার পত্র দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের ১৮ অক্টোবর পত্র পাঠান। এখনও এই পত্রের সদুত্তর আসেনি।

হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মতিউর রহমান বলেন, সিলেকশন গ্রেড পেয়ে বেতন কোড ১০ম থেকে ৯ম কোডে উন্নীত হয়েছে। এই সুবিধা চলতি বছরের জানুয়ারি থেকেই পাচ্ছি। কিন্তু এক বছরেও বকেয়া টাকা পাইনি। একসঙ্গে বকেয়া টাকা পেলে সংসারের নানা প্রয়োজনে খরচ করতে পারতাম। কিন্তু কেন বকেয়া দেওয়া হচ্ছে না এর কোনও সদুত্তর কেউ দিতে পারছেন না।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতরের মহা-পরিচালক সিদ্দিকা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, সিলেকশন গ্রেড পাওয়া সিনিয়র স্টাফ নার্সদের বকেয়া পরিশোধের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বকেয়া পরিশোধ করা হবে।

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ওসমানী মেডিক্যালের সিনিয়র স্টাফ নার্স কারাগারে
ত্রিশালে ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের ২৬ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক