X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এখন থেকে নিতে হবে ৬৪ পাতার পাসপোর্ট, খরচ বাড়লো ২৩০০ টাকা

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ মে ২০২২, ২৩:১৮আপডেট : ২৬ মে ২০২২, ২৩:২৫

এখন থেকে ২৩০০ টাকা বাড়তি দিয়ে পাঁচ বছরের জন্য ৪৮’র পরিবর্তে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট নিতে হবে। আগামী রবিবার (২৯ মে) থেকে এ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৬ মে) এই মর্মে একটি আদেশ জারি করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক। 

মহাপরিচালকের পক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে,  ‘পাসপোর্ট প্রত্যাশীদের ৬৪ পাতার বুকলেটের চাহিদা কম থাকায় এর কাঁচামাল দীর্ঘদিন থেকে অব্যবহৃত অবস্থায় থেকে নষ্ট হতে বসেছে। এর ফলে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ই–পাসপোর্ট প্রজেক্ট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৯ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৮ পাতার পাসপোর্ট ছাপানো বন্ধ রাখা হবে। এর স্থলে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট বুকলেটের জন্য সরকারি ফি ৪০২৫ টাকা। একই মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেটের সরকারি ফি ৬৩২৫ টাকা। ৬৪ পাতার চাহিদা কম থাকায় ৪৮ পাতার পাসপোর্ট ছাপানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজন্য নতুন করে ফি বাড়ানো হয়নি।

এদিকে, এমন খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়লে ময়মনসিংহে পাসপোর্ট প্রত্যাশীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস

পাসপোর্ট প্রত্যাশী রইস উদ্দিন বলেন, ‘পাঁচ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট বুকলেটের জন্য সরকারি ফি হিসেবে ৪০২৫ টাকা জমা দিতে হয়। কিন্তু একই মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেটের জন্য সরকারি ফি হচ্ছে ৬৩২৫ টাকা। হিসাবে ৪৮ পাতার পরিবর্তে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট নিতে হলে প্রত্যেককে ২৩০০ টাকা অতিরিক্ত ফি গুনতে হবে। ফলে পাসপোর্ট প্রত্যাশীরা অতিরিক্ত টাকা জমা দেওয়ার কারণে বিপাকে পড়বেন।’

পাসপোর্ট সংক্রান্ত বিশেষজ্ঞ এমএ মতিন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই হিমশিম খাচ্ছেন। এর মধ্যে পাসপোর্ট করতে এসে অতিরিক্ত ২৩০০ টাকা জমা দিলে আরও অর্থকষ্টের মধ্যে পড়বেন গ্রাহকরা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের এমন সিদ্ধান্ত মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এমন সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার অনুরোধ জানাই।’

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের একটি পত্র পেয়েছি। ওই পত্রে জানানো হয়েছে, আগামী ২৯ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৮ পাতার পরিবর্তে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমাদের কাজ। পত্র অনুযায়ী আগামী রবিবার থেকে ৪৮ পাতার পাসপোর্ট বুকলেট কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেটের আবেদনপত্র জমা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অনিয়মের অভিযোগে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, দালাল আটক
পাসপোর্ট অফিস ও ওষুধ প্রশাসন অধিদফতরে দুদকের অভিযান
পাসপোর্ট সূচকে ১০২তম বাংলাদেশ
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ