X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মারধরের পর স্ত্রীর মুখে দেওয়া হয় বিষ, স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২৩:০৪আপডেট : ০৭ জুন ২০২২, ২৩:০৪

স্ত্রীকে হত্যার দায়ে শেরপুরে এমদাদুল হক লালুকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুল হক সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুকসুদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১০ সালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে রোকসানা খাতুনকে বিয়ে করেন এমদাদুল। বিয়ের পর রোকসানার বাবা জামাইকে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দেন। বিয়ের প্রায় পাঁচ বছর পর এমদাদুল চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন। পরে যৌতুক দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রোকসানাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন  স্বামী এমদাদুল। পরে মুখে বিষ ঢেলে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানার মৃত্যু হয়।

ঘটনায় প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে দেখা যায়, বিষ খেয়ে নয় মারপিটের কারণে মারা যান রোকসানা। পরে ওই ঘটনায় রোকসানার ভাই ডা. গোলাম মোস্তফা বাদী হয়ে এমদাদুল হক লালু, এমদাদুলের ভাই ও ভাবিসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি আসামি এমদাদুল হক লালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন। পরে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষী নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি এমদাদুল হক লালুকে দণ্ড দেন আদালত।

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা