X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মারধরের পর স্ত্রীর মুখে দেওয়া হয় বিষ, স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২৩:০৪আপডেট : ০৭ জুন ২০২২, ২৩:০৪

স্ত্রীকে হত্যার দায়ে শেরপুরে এমদাদুল হক লালুকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুল হক সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুকসুদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১০ সালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে রোকসানা খাতুনকে বিয়ে করেন এমদাদুল। বিয়ের পর রোকসানার বাবা জামাইকে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দেন। বিয়ের প্রায় পাঁচ বছর পর এমদাদুল চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন। পরে যৌতুক দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রোকসানাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন  স্বামী এমদাদুল। পরে মুখে বিষ ঢেলে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানার মৃত্যু হয়।

ঘটনায় প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে দেখা যায়, বিষ খেয়ে নয় মারপিটের কারণে মারা যান রোকসানা। পরে ওই ঘটনায় রোকসানার ভাই ডা. গোলাম মোস্তফা বাদী হয়ে এমদাদুল হক লালু, এমদাদুলের ভাই ও ভাবিসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি আসামি এমদাদুল হক লালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন। পরে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষী নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি এমদাদুল হক লালুকে দণ্ড দেন আদালত।

/টিটি/
সম্পর্কিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
ঢাকার সাবেক এমপি হাবিবের ভাই ৫ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ