X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ধর্ষণ শেষে হত্যার পর বস্তাবন্দি লাশ ফেলা হয় পুকুরে

শেরপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৮:৫০আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:৩০

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে কিশোরীর (১৩) বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মো. আল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ধর্ষণ শেষে হত্যার পর ওই কিশোরীর লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল। 

বুধবার (২৭ জুলাই) সকালে শেরপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

এর আগে রবিবার (২৪ জুলাই) বিকালে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের পুকুর থেকে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১৪।

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ‘গত শুক্রবার রাতে মাদকসেবী আল আমিন ওই ছাত্রীকে ফুসলিয়ে বাকাকুড়া এলাকার কালঘোষা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ বস্তাবন্দি করে প্রতিবেশী সাঈদ মিয়াকে ফাঁসাতে তার পুকুরে ফেলে দেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আল আমিনকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলার কথা স্বীকার করেছে আল আমিন। বুধবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর ঘটনায় ৪ আসামি রিমান্ডে
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল