X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিশু নিবাসে যাচ্ছে ত্রিশালের সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৮:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:৩৪

ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া নবজাতক শিশুটি পরিচর্যার জন্য শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই)  বিকালে শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন। 

এদিকে শিশুটির শিশু কল্যাণ সভা সদস্য এবং পরিবার  সিদ্ধান্ত মোতাবেক ফাতেমা নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নবজাতক শিশুটির লালন পালনের জন্য শিশু কল্যাণ সভার সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদফতর পরিচালিত ঢাকার আজিমপুরের শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের মতামত নেওয়া হয়েছে। 

ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

এ দিকে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহ বলেন, শুক্রবার (২৯ জুলাই) সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক শিশুটিকে ছুটি দিয়ে ঢাকায় শিশু নিবাসে পাঠানো হবে। শিশুটি ওই শিশু নিবাসে দুই বছর অবস্থান করবে। পরে পরিবারের অভিভাবকদের কাছে তাকে ফেরত দেওয়া হবে।
 
নবজাতক শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত আমাদের পরিবারের সবাই মেনে নিয়েছে। প্রশাসনে স্যারেরা যে উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি। দুই বছর লালন পালন শেষে ফাতেমা আবারও আমাদের মাঝে ফিরে আসবে। 

তিনি আরও জানান, পরিবারের সবার ইচ্ছা ছিল নবজাতক শিশুটির নাম ফাতেমা রাখা হবে। জেলা প্রশাসক এবং কমিটির সদস্যরা সবাই মিলে ফাতেমা নাম রাখায় আমরা খুশি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে শিশুটি জন্ম নেয়। শিশুকন্যাটিকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

/টিটি/ 
সম্পর্কিত
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন