X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল শিক্ষার্থী ও তার মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

জামালপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৬

জামালপুরে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী কাজলি আক্তার ময়না এবং তার মা জোসনা বেগমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায় হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড. খাজা নাসীরুল্লাহর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ডা. শফিউল্লাহ, কলেজের তথ্য সম্পাদক সাংবাদিক শামীম আলম, হারুনুর রশিদ ও শিক্ষার্থী জুবায়ের আহমেদ জিন্নাহ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগমকে হত্যা করা হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এর আগে শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগম জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ি গ্রামের বাড়ি থেকে বের হন। বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার মেহেদী হাসান নিপুণের বাড়িতে যাচ্ছিলেন তারা। এরপর আর বাড়ি ফেরেননি। 

পরদিন রবিবার সকালে উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। মেয়ের লাশ উদ্ধারের পরদিন সোমবার সন্ধ্যায় বাঁশচড়া ইউনিয়নের বড়ইতাড় এলাকার একটি খাল থেকে মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শামীম হাসান ও মামুন মিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা