X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাজে আসেনি ১১ কোটি টাকার প্রকল্প

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১

আধা ঘণ্টা বৃষ্টি হলেই ময়মনসিংহ মহানগরীর অলিগলি, হাটবাজার ও রাস্তাঘাট ডুবে যায়। সেইসঙ্গে বাসাবাড়ি ও দোকানের ভেতরে পানি ঢুকে জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। অথচ সম্প্রতি সাড়ে ১১ কোটি টাকার ড্রেনেজ উন্নয়নের কাজ শেষ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। বিপুল অঙ্কের এই উন্নয়ন কাজে আসেনি। জলাবদ্ধতা সমস্যার সমাধানও হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।

নগরবাসী বলছেন, পুরো নগরীর বৃষ্টির পানি চারটি খালের মাধ্যমে সুতিয়া নদীতে যাওয়ার কথা। এই খালগুলো খনন না করায় শহরের পানি সহজে বের হতে পারে না। এজন্য কোনও উন্নয়ন কাজে আসছে না। জলাবদ্ধতা সমস্যার সমাধানও হয় না।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর মুন্সিবাড়ি, নাটক ঘরলেন, সিকে ঘোষ রোড, পুরহিত পাড়ার ড্রেনের পানি সেহড়া খালের মাধ্যমে সুতিয়া নদীতে যাওয়ার কথা। অন্যদিকে নগরীর বিদ্যাময়ী স্কুলের আশপাশের পানি নওমহল হয়ে মাকড়জানি খালের মাধ্যমে আকোয়া খাল হয়ে সুতিয়া নদীতে যাওয়ার কথা। কলেজ রোড, কাচিজুলি ও স্টেডিয়াম এলাকার বৃষ্টির পানি গোয়ালকান্দি খালের মাধ্যমে আকুয়া খাল হয়ে সুতিয়া নদীতে যাওয়ার কথা। এছাড়া নগরীর রহমতপুরসহ আশপাশের বৃষ্টির পানি বগামারি খাল হয়ে আকুয়া খালের মাধ্যমে সুতিয়া নদীতে পানি যাওয়ার কথা। কিন্তু এই চারটি খালের বিভিন্ন অংশ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। কয়েকটি স্থান দখল হয়ে গেছে। পাশাপাশি বছরের পর বছর খনন না হওয়ায় পানি সুতিয়া নদীতে যেতে পারছে না। এ কারণে বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়।

রাস্তাঘাট ডুবে গেলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি মেগা প্রকল্প আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হয়েছে। এই প্রকল্পে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের মাধ্যমে নগরীতে বড় বড় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। গত ডিসেম্বর মাসে কাজ শেষ হয়। কিন্তু খালগুলো খনন না করায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজে আসেনি।

তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, খালগুলো খননে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতি বছর বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়। একইসঙ্গে প্রতি বছর ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারকাজও করা হয়।

নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আধা ঘণ্টার বৃষ্টির পানিতে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অলিগলিসহ বাসাবাড়িতে পানি ঢুকে যায়। এই পানি নামতে সারাদিন লাগে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়।’

নগরীর মুন্সিবাড়ির বাসিন্দা রমজান আলী বলেন, ‘বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যয় হয় না। খাল খননের কাজে লুটপাট হয়। খালগুলো ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি নামতে পারে না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।’

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহব্বত আলী বলেন, ‘গত অর্থবছরে নগরীর খাল খনন, ড্রেন পরিষ্কার বাবদ প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ রয়েছে প্রায় দুই কোটি টাকা। কিন্তু এ পর্যন্ত ব্যয় হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। বাকি টাকারও কাজ করা হবে।’

সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মান্নান বলেন, ‘বড় প্রকল্প হাতে নিয়ে খাল দখলমুক্ত করে পরিকল্পিতভাবে খনন করা গেলে নগরীর জলাবদ্ধতা কমে যাবে।’

বিপুল অঙ্কের উন্নয়নকাজ শেষ করেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. আজাহার আলী বলেন, ‘পাঁচ বছর মেয়াদি মেগা প্রকল্পের সাড়ে ১১ কোটি টাকার কাজ শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে। তবে খালগুলো সরু হয়ে যাওয়ায় এবং বিশেষ করে সুতিয়া নদীতে পানি প্রবাহ তেমন না থাকায় ড্রেনের পানি নামতে পারে না। এ কারণে নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।’

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর ক্ষোভ রয়েছে। অল্প বৃষ্টিতেই নগরী পানিতে সয়লাব হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে উদ্যোগ নিয়ে খালগুলো উদ্ধারসহ পরিকল্পিতভাবে খনন করতে হবে। এজন্য দরকার আন্তরিক প্রচেষ্টা। সিটি করপোরেশন উদ্যোগ নিলে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন হবে।’

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশন এলাকার ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কের উন্নয়নে এক হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের অর্থ একনেক সভায় অনুমোদন হয়েছে। প্রকল্প গ্রহণের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
ভ্যাপসা গরমে জীবন চরমে ঢাবির গণরুমের শিক্ষার্থীদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়