ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ার বনিয়া ব্রিজে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। রবিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, রাত ৮টার দিকে বালিপাড়ার বনিয়া ব্রিজে যাত্রীবাহী শালবন পরিবহনে মোটরসাইকেল চাপা খেয়ে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। তাদের নাম পরিচয় কেউ জানাতে পারেনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৩৮-৭২৫৮। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মোড়ে পাঠানোর প্রস্তুতি চলছে।