X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় কমেছে তামাক চাষ, বেড়েছে ফসল উৎপাদন

আতাউর রহমান জুয়েল, ময়মসনসিংহ
৩১ মে ২০২৩, ১০:০১আপডেট : ৩১ মে ২০২৩, ১০:০১

নেত্রকোনায় গত বছরের চেয়ে এবার তামাক চাষ কমেছে। পাশাপাশি ধান ও অন্যান্য ফসল উৎপাদন বেড়েছে। গত বছর যেখানে জেলায় ক্ষতিকর তামাক চাষ হয়েছিল ৩০ হেক্টর জমিতে। এবার আবাদ কমে ২৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।

তবে অনেক চাষি এখনও তামাক চাষের কুফল সম্পর্কে তেমন একটা জানেন না। এ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।  

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, কেন্দুয়া উপজেলার চিরাং, দুল্লী, বৈরাটী, ছিলিমপুরসহ বেশ কয়েকটি এলাকায় মতিহার ও সুমাত্রা জাতের তামাক চাষ হয়। 

বৈরাটী গ্রামের তামাক চাষি নজরুল ইসলাম বলেন, ‘বহু বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা তামাক চাষ করে আসছি। এতে আমাদের কোনও ক্ষতি হয় না। তবে ক্ষতি হলেও বুঝি না। এ ছাড়া ধানের তুলনায় ফলন ভালো হওয়ায় তামাক চাষে দ্বিগুণ আয় হয়।’ 

তবে স্থানীয় কৃষি বিভাগ নিরুৎসাহিত করায় এখন তামাক চাষ কম হচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের কর্মকর্তারা তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে আমাদের নিরুৎসাহিত করছেন। এ জন্য গত বছরের তুলনায় এবার চাষ কম হয়েছে। আমরাও ধীরে ধীরে চাষ কমিয়ে দিচ্ছি।’

একই গ্রামের তামাক চাষি আহাদ মিয়া বলেন, ‘বছরে জমিতে দুইটি ফসল করে থাকি। একটা হলো পাট আরেকটি তামাক। তামাক অক্টোবর মাসের দিকে আবাদ শুরু হয়। তিন-চার মাসেই ফলন পাওয়া যায়। ১০ শতক জমিতে ধান পাওয়া যায় চার-পাঁচ মণ। খরচ বেশি হওয়ায় ধান চাষে পোষে না। তাই পাট ও তামাক চাষ করি। তবে কৃষি অফিসের লোকজন তামাক চাষ করতে এখন নিষেধ করছেন।’

চাহিদা বেশি থাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার চাষিরা তামাক চাষ করছেন জানিয়ে বৈরাটী গ্রামের তামাক চাষি আব্দুল করিম বলেন, ‘তামাক চাষের কারণে চাষিদের শ্বাসকষ্ট এবং কাশি সারা বছর লেগেই থাকে। অধিকাংশ চাষি ক্ষতিকর দিক সম্পর্কে তেমন কিছুই জানেন না। এ নিয়ে বেশি করে প্রচারণা চালানো দরকার।’

তবে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি জানিয়ে কৃষকদের মাঝে প্রচারণা চালানো হচ্ছে বলে জানালেন পাইকুহাটির নয়াপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তামাক চাষের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে চাষিদের অবগত করে বিকল্প চাষাবাদে পরামর্শ দিয়ে যাচ্ছি। তামাকের বিকল্প হিসেবে বেশি করে ধান চাষ করতে বলেছি। এসব কারণে এ বছর অনেকে বিআর-৭ জাতের ধান চাষ করেছেন। এতে লাভবান হবেন। এর ফলে এবার তামাক চাষ কমেছে।’

এবার আবাদ কমে ২৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে

জেলায় দীর্ঘদিন ধরে মতিহার ও সুনেত্র জাতের তামাক চাষ হচ্ছে বলে জানিয়েছেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. নুরুজ্জামান। তিনি বলেন, ‘তবে দিন দিন কমছে চাষ। গত বছর ৩০ হেক্টর জমিতে চাষ হলেও এবার ২৫ হেক্টর জমিতে হয়েছে। সামনের দিনগুলোতে আরও কমবে।’

তিনি বলেন, ‘তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের ধান উৎপাদন করতে বলেছি। অনেকে বছরের পর বছর তামাক চাষ করছেন। ছাড়তে একটু সময় লাগবে। সেইসঙ্গে ওসব জমিতে ধান উৎপাদন হবে। যেমনটি এবার হয়েছে।’

যে এলাকায় তামাক চাষ হয়, ওই এলাকার শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে থাকে—এমনটি জানালেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের প্রধান আনিসুর রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘তামাক সেবনের পাশাপাশি চাষের সঙ্গে জড়িত শ্রমিকরা হৃদরোগ, ক্যানসারসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন। তামাকের বিকল্প হিসেবে ধান চাষে কৃষকদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কৃষি বিভাগ।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার জেলায় এক লাখ ৮৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ ৬৫ হাজার ১৬৫ টন। যা গতবারের তুলনায় বেশি।’

/এএম/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
পতিত জমিতে কৃষকের নতুন স্বপ্ন
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!