X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৫ অগ্রহায়ণ ১৪৩০

পুলিশি পাহারায় হলো ৫০ কোটি টাকার টেন্ডার জমার কার্যক্রম

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২৩-২৪ অর্থবছরের এম এসআর সামগ্রী ক্রয় ও সংগ্রহের জন্য ৫০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ছিল ওই টেন্ডার কার্যক্রমের শিডিউল জমা দেওয়ার সময়সীমা।

টেন্ডার কার্যক্রম সমন্বয় করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাসে নজিরবিহীন আইনশৃঙ্খলা বাহিনীর  সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা করে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল। 

হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে হাসপাতালের এম এস আর যন্ত্রপাতি কেনা সংক্রান্ত প্রায় ৫০ কোটি টাকার ঠিকাদারি কাজের শিডিউল বিক্রি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রম শুরু পর থেকে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি পক্ষের মধ্যে টেন্ডার নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৩ সেপ্টেম্বর হাসপাতাল ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সশস্ত্র মহড়ার ঘটনা ঘটে। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ উঠেছে ওই দিন জেলা যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামের নেতৃত্বে জেলা কমিটির সদস্য আসাদুজ্জামাল রুমেল শিডিউল কিনতে গেলে বাধা দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসিম মন্ডল ও তার পক্ষের লোকজন। তখন দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে।

তবে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসিম মন্ডল দাবি করেন, আমরা কাউকে বাধা দেইনি। যুবলীগের নেতৃত্বে আমাদের লোকজনকে শিডিউল কেনার বিষয়ে বাধা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর শিডিউল জমা দেওয়ার সময়সীমা শেষ হলে হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার বাক্স খুলে সাতটি গ্রুপে ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার কার্যক্রমে অংশ নেয়। পরে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সামনে টেন্ডার বাক্স খুলে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস জানান, খুব শান্তিপূর্ণভাবে টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অঘটন ঘটার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে এর আগে ঠিকাদারদের মধ্যে যে একটি উত্তেজনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল বিষয়টিকে সামনে রেখেই হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা জোরদার করে। প্রাপ্ত শিডিউল দরপত্র কমিটি যাচাই-বাছাই করে যে যোগ্য হবে তাকেই কার্যাদেশ প্রদান করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মাদারীপুরে সাংবাদিক পেটানোর দায়ে পুলিশ সদস্য প্রত্যাহার
জনগণের সেবক হওয়ার লক্ষ্যে কাজ করছে পুলিশ: আইজিপি
নির্বাচনের আগে ‘বড়দিন’ ও ‘থার্টি ফার্স্টে’ কী সতর্কতা নেওয়া হচ্ছে?
সর্বশেষ খবর
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন