X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে প্রতিবেশীকে হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে প্রতিবেশী আনতাজ আলীকে হত্যার ঘটনায় আবু বক্কর নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড ও সাত জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম তারা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা গেছে, মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মধ্যপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২৯ জুন আনতাজ আলীকে তার বাড়িতে এসে মারধর ও কাঠ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন প্রতিবেশী আবু বক্কর ও তার লোকজন। পরদিন ৩০ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর পরদিন আনতাজ আলীর স্ত্রী পিয়ালা বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আবু বক্করকে প্রধান আসামি করা হয়। অপর আসামিরা হলেন—আবু বক্করের বড় ভাই আবু তাহের, ছোট ভাই মোজাম্মেল, স্ত্রী খুশি বেগম, মা তারা বানু, আবু তাহেরের স্ত্রী রিক্তা বেগম, মোক্তার হোসেন ও ফজলু। ২০১৩ সালের ৭ অক্টোবর আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ ১০ বছর পর ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আবু বক্করকে আমৃত্যু কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি সাত আসামিকে বেকসুর খালাস দেন বিচারক।

রায়ের প্রতিক্রিয়ায় আনতাজ আলীর মেয়ে আঞ্জু বেগম বলেন, ‘মামলার সব আসামি আমার বাবাকে মারধর করে হত্যা করেছে। ঘটনার দিন আমাকেও মারধর করেছিল তারা। শুধুমাত্র একজনকে সাজা ও বাকিদের খালাস দেওয়ায় এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

/এএম/
সম্পর্কিত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে