X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বন্যায় ময়মনসিংহে শাকসবজিতে ক্ষতি ১১ কোটি, দাম বেড়েছে বাজারে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৯ অক্টোবর ২০২৪, ১১:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৪৯

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ জেলায় বন্যায় প্রায় ১১ কোটি টাকার শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ময়মনসিংহের বাজারে আমদানি সরবরাহ কমে গিয়ে শাকসবজির দাম বেড়েছে।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় বন্যায় ৩৫০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত শাকসবজির বাজারমূল্য ১০ কোটি ৭৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলার ক্ষতিগ্রস্ত উপজেলার হিসাব মতে, বন্যায় ধোবাউড়া উপজেলায় ৩০ হেক্টর, হালুয়াঘাটে ২৫ হেক্টর, ফুলপুরে ৭৫ হেক্টর, গফরগাঁওয়ে ৫০ হেক্টর, মুক্তাগাছায় ৪০ হেক্টর ও সদর উপজেলায় ৫০ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ফুলপুরের কইচাপুরের কৃষক কামাল হোসেন জানান, বন্যায় পানি দীর্ঘদিন অবস্থান করায় ক্ষেতের শাকসবজি পচে নষ্ট হয়ে গেছে। কোনও শাকসবজি অবশিষ্ট নাই। তিনি আরও বলেন, ‘এক একর জমিতে বেগুন, শিম, করল্লার সবজির আবাদ করেছিলাম। এই আবাদ করতে গিয়ে ৫০ হাজার টাকার ওপরে খরচ হয়েছে। ৪০ হাজার টাকা ব্যাংকঋণ নিয়ে সবজির আবাদ করি। ফলন ভালো হওয়ার অবস্থায় ছিল। আর ১৫-২০ দিন পরে ক্ষেত থেকে সবজি উঠানো যেত। কিন্তু হঠাৎ বন্যার পানি এসে পুরো সবজির আবাদ পানিতে তলিয়ে যায়। ১০ দিনের মতো পানিতে ক্ষেত তলিয়ে থাকায় সব সবজি পচে গেছে। এখন ব্যাংকঋণ কীভাবে পরিশোধ হবে আর সামনের দিনে আবাদ কীভাবে করবো, এই নিয়ে রাতে ঘুম আসে না।’

ধোবাউড়ার গোসগাঁও গ্রামের কৃষক সালাম জানান, বন্যার পানিতে এলাকার সব শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেত থেকে পানি এখনও সম্পূর্ণভাবে নেমে যায়নি। নতুন করে সবজি আবাদের আর সময় নেই। আমন ধানের পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। এখন কীভাবে সংসার চলবে আর সামনের দিনে কীভাবে আবাদ করবে কৃষকরা, এই নিয়ে সবাই চিন্তিত। তবে সরকার যদি সহজ শর্তে ব্যাংকঋণের পাশাপাশি আর্থিক সহায়তা দেয় তাহলে কৃষকরা বেঁচে যাবে।

বাজারে বেড়েছে শাকসবজির দাম

এদিকে ময়মনসিংহ সদরের বোরোর চর এলাকার কৃষক মোতালেব জানান, বন্যার পানি দীর্ঘদিন স্থায়ী থাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আর উঁচু জায়গার সবজির ফলন এখনও আসেনি। এ কারণেই বাজারে শাকসবজির অতিরিক্ত দাম। তবে এ বছর সবজির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে বাজারে সবজির দাম খুব একটা কমবে না বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এবং বাজারমূল্য নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার সহায়তা পাঠালে কৃষকের মাঝে বিতরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালীগঞ্জে কমেছে তিলের আবাদ, কৃষকদের প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
সর্বশেষ খবর
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ