X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহ মেডিক্যালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট, বাইরে থেকে কেনার পরামর্শ

ময়মনসিংহ প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১৫:৩৫আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫:৩৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জলাতঙ্ক ইউনিটে গেলো এক মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট চলছে। ফলে অর্থ খরচ করে বাইরে থেকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে রোগী ও স্বজনদের।

বিড়াল, কুকুর ও শিয়ালের কামড় কিংবা আঁচড় দেওয়ার কারণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হয় জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে। কিন্তু গেলো এক মাস ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জলাতঙ্ক ইউনিটে এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে।

জলাতঙ্ক ইউনিটের ইনচার্জ ডা. প্রজ্ঞানন্দ নাথ বলেন, ‘বিড়াল, কুকুর ও শিয়ালের কামড় কিংবা আঁচড় দেওয়ার কারণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হয় জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে। তিন ডোজের এই ভ্যাকসিন নিতে প্রতিদিন জলাতঙ্ক ইউনিটে এক থেকে ১৫০ রোগী আসেন। কিন্তু এই ভ্যাকসিন গত এক মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় আমরা রোগীকে দিতে পারছি না। বাইরে থেকে রোগীকে কেনার জন্য পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন করা হচ্ছে।’ তবে দ্রুতই এই ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে এমনটাই জানান তিনি।

শনিবার (১ মার্চ) বেলা ১২টার সময় নগরীর এস কে হাসপাতালে জলাতঙ্ক ইউনিটে বিড়ালের কামড় খেয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছেন কলেজশিক্ষার্থী সুমাইয়া (২০)। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে কেনার জন্য চিকিৎসক প্রেসক্রিপশন করে দিয়েছেন।

তিনি জানান, ঘরে লালন-পালন করা বিড়ালকে গোসল করানোর সময় হাতের আঙুলে কামড় দিয়েছে। জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য এস কে হাসপাতালের জলাতঙ্ক ইউনিটে এসেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু সরবরাহ না থাকায় ভ্যাকসিন নিতে পারেননি। এখন বাইরে থেকে টাকা খরচ করে ভ্যাকসিন কিনে নিতে হবে এমনটাই জানান তিনি।

শুধু সুমাইয়া না, সকাল থেকেই জলাতঙ্কে ইউনিটে অসংখ্য রোগী আসছেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেওয়ার জন্য। ভ্যাকসিন না পেয়ে প্রেসক্রিপশন নিয়েই তারা বাড়ি ফিরে যাচ্ছেন।

কুকুরের কামড় খেয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছিলেন ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়া গ্রামের কৃষক নিজামুদ্দিন (৪৫)। ভ্যাকসিন না পেয়ে তিনিও বাড়ি ফিরে গেছেন।

কৃষক নিজামুদ্দিন বলেন, ‘সরকারিভাবে ভ্যাকসিন পেলে আমাদের মতো গরিব কৃষকদের টাকা খরচ করতে হয় না। সরবরাহ না থাকায় হাসপাতালের জলাতঙ্ক ইউনিট থেকে ভ্যাকসিন দিতে পারে নাই। বাইরে থেকে ভ্যাকসিন কিনে বাড়ি ফিরে যেতে হবে।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দীন খান জানান, সরকারিভাবে সরবরাহ না থাকায় ভ্যাকসিন রোগীদের দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই ভ্যাকসিন পাওয়া যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে র‌্যাবের অভিযান, ১৪ দালালের কারাদণ্ড
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
তিন বিভাগে বৃষ্টির আভাস
তিন বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী