X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহ মেডিক্যালে ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৩:৩৮আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩:৩৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের কক্ষে তালা দিয়ে চিকিৎসকরা ধর্মঘট পালন করায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। আউটডোরে টিকিট কেটেও চিকিৎসাসেবা না নিতে পেরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রোগী ও স্বজনরা।

বুধবার (১২ মার্চ) সকাল থেকেই যথারীতি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আউটডোরে এসে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়ে কর্মরত চিকিৎসকদের ধর্মঘটে যেতে বাধ্য করেন। পরে আউটডোরের চিকিৎসকরা কক্ষে তালা দিয়ে ধর্মঘট পালন করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা টিকিট কেটেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।

কিশোরগঞ্জ থেকে আসা রোগীর স্বজন শফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে আসমা। পেটের ব্যথা কারণে আউটডোরে শিশু বিভাগে টিকিট কেটেছি ডাক্তার দেখানোর জন্য। কিন্তু বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারিনি। কর্মরত চিকিৎসকরা রুমে তালা ঝুলিয়ে দিয়ে বাইরে চলে গেছেন। মেয়ে এখন ব্যথায় কাতরাচ্ছে। তাকে নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা রোগী স্বপন মিয়া বলেন, ‘আমার পেটের ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। ১০ টাকা দিয়ে টিকিটও কিনেছি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারেনি। এখন বেশি টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখাতে হবে।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন খান জানান, সকাল থেকেই ডাক্তাররা যথারীতি চিকিৎসাসেবা দিয়ে আসছিল। বেলা ১১টার পর হাসপাতালের আউটডোরে আন্দোলনরত শিক্ষার্থীরা গিয়ে ডাক্তারদের কর্মবিরতিতে যেতে বলেন। এরপর থেকে অনেক ডাক্তার রোগী দেখা বন্ধ রেখেছিল। তবে হাসপাতালে অন্যান্য সেবা স্বাভাবিক আছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে র‌্যাবের অভিযান, ১৪ দালালের কারাদণ্ড
৬ লাখ মানুষের জন্য আইসিইউ শয্যা একটি
ময়মনসিংহ মেডিক্যালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট, বাইরে থেকে কেনার পরামর্শ
সর্বশেষ খবর
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ