X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
সংবাদ সম্মেলনে রাজশাহী পুলিশ কমিশনার

‘রেজাউল হত্যায় জেএমবির চার সদস্য সরাসরি জড়িত’

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৪:২৫আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:৫৩

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড.এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে জেএমবি সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী চারজনের মধ্যে তিনজন সরাসরি অংশ নেন। অন্যজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য মাসকাওয়াদ হাসান সাকিব ওরফে আবদুল্লাহ ছাড়াও আরও তিনজনকে নগরীর খড়খড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারাও জেএমবি সদস্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তারা সহায়তাকারী ও আশ্রয়দানকারী।
মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, আমরা মূল জায়গায় হাত দিয়েছি। এ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে ১৫ মে রাতে গাইবাদ্ধা থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আসামি আবদুল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ কমিশনার আরও জানান, আবদুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেফতাকৃতদের বাড়ি থেকে একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে আসামি আবদুল্লাহর দাবি, উদ্ধার হওয়া চাপাতি ও ছোরা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়নি। হত্যাকাণ্ডে অন্য চাপাতি ব্যবহার করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া তিনজনের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

মো. শামসুদ্দিন জানান, হত্যাকারীদের মধ্যে মাসকাওয়াদ হাসান সাকিব ওরফে আবদুল্লাহ জবানবন্দিতে বলেছে, আমরা শুধু হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছি। পরিকল্পনায় ছিলাম না। পরিকল্পনাকারীদের আমরা চিনিও না। উপর থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছি। আমরা হত্যার আগের শনিবার অধ্যাপককে হত্যার পরিকল্পনা করেছিলাম কিন্তু আমাদের পরিকল্পনার ঘাটতির কারণে তাকে হত্যা করতে পারিনি। পরের শনিবার হত্যা করা হয়।

শনিবার দিন বেছে নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেছেন, ওই দিন সরকারি ছুটি থাকে। রাস্তায় লোক সমাগম কম থাকে। ফলে হত্যাকাণ্ড সংঘটিত করা সহজ।

সাকিব জবানবন্দিতে আরও বলেছেন, হত্যার আগে আমরা রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার একটি বাড়িতে আশ্রয় নিই। পরে ওখান থেকে শালবাগান এলাকায় অধ্যাপক যেখানে থাকেন সেই এলাকা রেকি করি।

পুলিশ কমিশনার আরও বলেন, হত্যাকারীরা আগে থেকেই অধ্যাপক রেজাউল করিমের সম্পর্কে সব তথ্য নেয়। তিনি কখন বাসা থেকে বের হন, কয়টায় তার ক্লাস বিস্তারিত তথ্য নেন। সেই অনুযায়ী পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

কেন হত্যা করা হয়েছে এমন এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান, সাকিবের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই অধ্যাপক ধর্মের বিরুদ্ধে লিখতেন এমনটাই তাদের বলা হয়েছিল। এছাড়া মুসলমান থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিসহ, রাজনীতিবিদ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই টার্গেটে রয়েছে বলে ওই জেএমবি সদস্য পুলিশ কমিশনারকে জানিয়েছেন।

আরও পড়ুন:
অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: মন্ত্রীদের আশ্বাসে শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির