X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নাসিম ও ওবায়দুল কাদেরের সমালোচনায় সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৬, ২২:২১আপডেট : ২৬ মে ২০১৬, ২২:৫১

নাসিম ও ওবায়দুল কাদেরের সমালোচনায় সেলিম ওসমান নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠবোস করানো ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করা বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনার পর ‘ওপর দিকে থুতু দিলে নিজের ওপর পড়ে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরেরও সমালোচনা করেছেন জাতীয় পার্টির নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ।  
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত এক মত বিনিময় সভায় সেলিম ওসমান বলেন, ‘মন্ত্রী সাহেব (স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম) বলে দিলেন আমার লজ্জা থাকলে যেন সংসদে না যাই। তাহলে আমার মনেও প্রশ্ন জাগে, সংসদ কি স্পিকার চালান নাকি কোনও মন্ত্রী চালান। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে স্পিকার নিতে পারেন। আমার যারা শাস্তি চান সেই নাসিম সাহেবেরও একটি দুর্নীতির ভিডিও ফেসবুকে দেখে আমার লজ্জা হয়। ওপরের দিকে থুথু দিলে নিজের ওপরই পড়ে।’
একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক অটোরিকশা চালককে কানে ধরে ওঠবোসের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি করলেই দোষ। আর  ট্রাফিক পুলিশের ভূমিকায় একজন মন্ত্রী একজন মুসলমানকে কানে ধরে ওঠবোস করালেন, সেটার কোনও দোষ নাই।’ আরও বলেন, ‘বন্দরের ঘটনায় আমি রাজনীতির শিকার বলে মনে করছি। আর সে কারণে আমার সন্দেহ হচ্ছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুর কাজ প্রধানমন্ত্রী বলার পরও কেন শুরু হচ্ছে না।’

স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে উদ্দেশ করে সেলিম ওসমান বলেন, ‘নাসিম ভাই, একদিন নারায়ণগঞ্জ আসেন। আমিই আপনার কাছে ক্ষমা চাই। আসুন বসুন। আপনিসহ যারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তারা তো আওয়ামী লীগের মন্ত্রী ও নেতা। মনে রাখবেন, এ নারায়ণগঞ্জ থেকেই আওয়ামী লীগের জন্ম। দাওয়াত রইলো, একদিন আসুন। আমাকে জুতা দিয়ে মারুন। আমরা নারায়ণগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ এ কারণে, আপনি নারায়ণগঞ্জে ডিজিটাল টেলিফোন দিয়েছেন। ৪০০ বছরের কলঙ্ক পতিতাপল্লী উচ্ছেদে সহায়তা করেছেন।’

সেলিম ওসমান নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর সমালোচনা করে বলেন, ‘আপনি নারায়ণগঞ্জের একজন এমপি, অথচ ঘটনার পর টক শোতে গিয়ে আমাকে উপদেশ দেন। টিভিতে না গিয়ে আমার সঙ্গে সরাসরি বসুন, আলোচনা করি আসুন। সমালোচনা করবেন দূর থেকে, এটা তো ঠিক না বাবু সাহেব।’

সভায় ব্যবসায়ী, সর্বদলীয় রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় সকল জনপ্রতিনিধি, পেশাজীবী পরিষদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো’

সভায় মঞ্চে একটি মাত্র চেয়ারই ছিল যেখানে সেলিম ওসমান একাই বসেন। সভার শুরুতে কোরআন তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ করা হয়।

এর আগে সপ্তাহের মঙ্গলবার (২৪ মে) একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। পরে তা স্থগিত করা হয়।

১৯ মে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার স্কুলে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘ওই শিক্ষককে (শ্যামল কান্তি ভক্ত) কান ধরে ওঠবোস করানোর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি কার কাছে ক্ষমা চাইব, যিনি আল্লাহকে কটূক্তি করেছেন? তবে আমি লজ্জিত এবং সমাজের কাছে দুঃখিত যে তারা এমন একটি ভিডিও দেখেছেন যাতে তারা আমাকে ভুল বুঝেছেন।’

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি