X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

শাপলা খাতুন হত্যা মামলা: পিচ্চি বাবুসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০১ জুন ২০১৬, ০৪:১৭আপডেট : ০১ জুন ২০১৬, ০৪:২৯

 

 

আইন-আদালত গুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামে শাপলা খাতুন (২৫) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার দায়ে  আবদুল মোমিন ওরফে বাবু মণ্ডল ওরফে পিচ্চি বাবু ও তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দিয়েছেন আদালাত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশও দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেকের দুই বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা জজ আ ম সাঈদ এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল রাতে দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের ভুট্টা ক্ষেতে ওই নারীকে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ ‘অজ্ঞাত’ হিসেবে লাশ উদ্ধার করে। পুলিশ হত্যারহস্য উদঘাটনে ব্যর্থ হয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ২০১৪ সালের ২৩ এপ্রিল ডিবি পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামের সামসুল আলমের ছেলে আবদুল মোমিন, ওরফে বাবু মণ্ডল ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করে।
২৪ এপ্রিল, পরদিন, পুলিশ সুপার কার্যালয়ে বিফ্রিং-এ পিচ্চি বাবু অর্থসম্পদ হাতিয়ে নিয়ে বিগত ৯ বছরে পাঁচ নারী, এক কিশোরসহ সাতজনকে হত্যার কথা স্বীকার করেন। এদের মধ্যে শাপলাকে দেহব্যবসা করানোর জন্য ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার মিরাজ হোটেল থেকে আনা হয়েছিল বলে তিনি জানান। ওই নারী পিচ্চি বাবুর ঢাকার বাসা চিনতেন, তাই তাকে গলায় ওড়নার ফাঁস পরিয়ে বাবু হত্যা করেন। তবে আদালতে বাবু দুই নারীসহ তিনজনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাপলা হত্যা মামলা পুরুজ্জীবিত হয়।

পিচ্চি বাবুর দুই সহযোগী রাফিউল ইসলাম রাফি ও মোহাম্মদ শাহীনকে পরে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান তাদের বিরুদ্ধে চার্জশিট দেন।

বগুড়ার পিপি অ্যাডভোকেট আবদুল মতিন জানান, পিচ্চি বাবু ও রাফি এ হত্যায় জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আসামী পক্ষে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মিন্টু, এএইচএম গোলাম রব্বানী খান রোমান ও লুৎফর রহমান মামলা পরিচালনা করেন।

আরও পড়তে পারেন: বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র চলছে: আইজিপি

 

/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা