X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

এবার ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ০৯:১৮আপডেট : ০৭ জুন ২০১৬, ০৯:২০

যশোর

যশোরের চৌগাছায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুলের ছেলে শাকিলের বিরুদ্ধে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই চেয়ারম্যান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিও। তবে এ ঘটনা সঠিক নয় বলে দাবি করেছেন চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সোমবার দুপুরে স্কুলের মধ্যে এ ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, শনিবার চৌগাছা উপজেলার ইউপি নির্বাচনে নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মমিনুর রহমান। এসময় ওই কেন্দ্রে নৌকার প্রার্থী জয়নাল আবেদীন মুকুলের ছেলের নেতৃত্বে কয়েকজন ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই সিল মারছিল।

ওই সময় মমিনুর রহমানের কাছে তার ব্যালট পেপার চাইলে তিনি দিতে অস্বীকার করেন। সেসময় কিছু না বলে নির্বাচনে জিতে যাওয়ার পর সোমবার বেলা ২টার পর স্কুল ছুটির সময়ে চেয়ারম্যানের ছেলে শাকিলসহ ৪/৫ জন স্কুলে গিয়ে মমিনুর রহমানের কাছে সেদিন ব্যালট পেপার না দেওয়ার কারণ জানতে চান।

এক পর্যায়ে স্কুলের অফিসে থাকা ওই শিক্ষককে টেনে হিঁচড়ে বাইরে বের করে শিক্ষার্থীদের সামনে তাকে মরধর করে। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে পাঠায়। তিনি সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে মমিনুর রহমান বলেন, ‘ওরা শিক্ষকের মর্যাদা কী তা বোঝে না। শাকিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ছেলে। আশা করি তিনি (সভাপতি) বিষয়টি দেখবেন।’

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, ‘বিষয়টি শাকিলের বাবা স্কুলের সভাপতি জয়নাল আবেদীনকে জানিয়েছি।’

চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘শুনেছি আমার ছেলে স্কুলে গিয়েছিল। কিন্তু মারধরের কোনও ঘটনা ঘটেনি। স্কুলের প্রধানশিক্ষক তাকে বুঝিয়ে-শুনিয়ে পাঠিয়ে দিয়েছেন।’

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মসিয়ূর রহমান কিছুই জানেন না বলে জানান।

আরও পড়ুন

কমলগঞ্জে সড়কে কলাগাছ!

ক্ষমতাধর নারীর তালিকায় আরও ওপরে শেখ হাসিনা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু