X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিযান শেষ না হতেই রাজশাহীতে হিযবুত তাহরির লিফলেট বিতরণ

রাজশাহী প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ০৮:৫২আপডেট : ১৮ জুন ২০১৬, ১০:৫৫

হিজবুত তাহরি

জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ অভিযান শেষ হয়েছে বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে লিফলেট বিতরণ করেছে হিযবুত তাহরিরের কর্মীরা। এ সময় তাদের মাথায় কমলা রঙের ফিতা বাঁধা ছিল। লিফলেট বিতরণের সময় তাদের একজন ভিডিও করছিল। এ ঘটনায় মুসল্লিদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন যুবক মসজিদের প্রধান ফটকে দাঁড়িতে লিফলেট বিতরণ করছিল। এ সময় ওই দলের একজন সদস্য লিফলেটটি পড়ে শোনাচ্ছিল। ১০ থেকে ১৫ মিনিট এমন কার্যক্রম শেষে তারা সটকে পড়েন। এর আগের জুমার দিনও নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদেও একইভাবে তারা লিফলেট বিতরণ করেছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

লিফলেট

লিফলেটে বলা হয়েছে, ‘হে দেশবাসী! এই জালিম সরকারের পতনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন এবং পৃথিবীর বুকে একটি সম্মানিত ও ক্ষমতাশীল নেতৃস্থানীয় জাতিকে পরিণত হতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করুন।’

এদিকে নিষিদ্ধ এই সংগঠনের প্রকাশ্যে কার্যক্রমের কারণে নগরবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নিষিদ্ধ এই সংগঠন এভাবে প্রকাশ্যে ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

লিফলেটের নিচের অংশে ছোট্ট করে লেখা আছে হিযবুত তাহরির উলাই’য়াহ্ বাংলাদেশএর মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগের তথ্য হিসেবে দেওয়া আছে ০১৭৯৮৩৬৭৬৪০। ই-মেইল ঠিকানা দেওয়া আছে, [email protected] । ওয়েব সাইট www.ht.bangladesh.info / [email protected]

লিফলেট

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ‘মসজিদগুলোর আশেপাশেও আমাদের নজরদারিতে আছে। তবে তারা চোরাগুপ্তভাবে এসব বিতরণ করে থাকে। আরও নজরদারি বাড়াতে হবে। এ ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।’  

প্রসঙ্গত, হিযবুত তাহরির ইসলামী মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, যা পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে ২০০১ সাল হতে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় "জননিরাপত্তার স্বার্থে" দলটিকে নিষিদ্ধ করে। পৃথিবীর অনেক দেশেও দলটি নিষিদ্ধ।

আরও পড়ুন

জঙ্গিবাদের বিরুদ্ধে ১০১৫২৪ আলেমের ফতোয়া আজ

জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় বাধা ছিল জামায়াত-শিবির

লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে

/এইচকে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?