X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধায় সড়কে ধান ঢেলে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৬:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৬:৪৯

সরকারি গুদামে সরাসরি কৃষকের ধান ক্রয়ের দাবিতে রবিবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামের সামনে কয়েকটি রাস্তায় কষ্টে উৎপাদিত ধান ঢেলে দিয়ে অভিনব উপায়ে বিক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। ফলে প্রায় আধা ঘন্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

রাস্তায় ধান ঢেলে কৃষকদের প্রতিবাদ

বিক্ষোভরত কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। সার, তেল ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় এই দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। কিন্তু সরকারি গুদামে কয়েকদিন ধরে ধান কেনা হচ্ছে না। তাই সড়কে ধান ঢেলে দেওয়া হয়। 

পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানান, উপজেলার নয়টি ইউনিয়নে এক হাজার ৯১২ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু এ পর্যন্ত ৫৭৯ মেট্রিক টন ধান ক্রয় করা হয়।

এসব বিষয়ে পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম ও পলাশবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় মুঠোফোনে বলেন, গত ১৩ জুলাই খাদ্য অধিদফতর থেকে উত্তরাঞ্চলের আট জেলায় ধান ক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ধান কেনা যাচ্ছে না। তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা ও আন্দোলনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে আজ সোমবার বিকেলে রংপুরে আট জেলার খাদ্য কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা।  

/এইচকে/

আরও পড়ুন: ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ