X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে রওনা হয়ে ৬ বছরেও বাড়ি ফেরেনি পলাশ!

তরিকুল রিয়াজ, বরগুনা
২৩ জুলাই ২০১৬, ২০:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৩৭

নিখোঁজ পলাশ বরিশালে হাতেম আলী কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র মো. পলাশ আকন (২২) প্রায় ছয় বছর ধরে নিখোঁজ রয়েছেন। মাদ্রাসায় চাকরি পাওয়ার পর ঢাকায় গিয়ে তিনি আর ফিরে আসেননি। অনেকভাবে চেষ্টা চালিয়েও তার কোনও খোঁজ পাননি পরিবারের সদস্যরা। তবে পুলিশের দাবি, তাকে ঢাকায় দেখেছেন পরিচিত কয়েকজন। 
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বুড়িরচর গ্রামের মৃত মোশারেফ হোসেন আকনের ছোট ছেলে পলাশ। পরিবারের জানায়,  পলাশ উচ্চ মাধ্যমিক পাশের পর বরিশালে হাতেম আলী কলেজে মার্কেটিং বিষয়ে স্নাতকে ভর্তি হন। লেখাপড়া করা অবস্থায় পটুয়াখালীর মির্জাগঞ্জের কপালতেরা দারুস ছুন্নাত মহিলা মাদ্রাসায় খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে তিনমাস চাকরি করার পর বেতনের কাজে মাদ্রাসার সুপারসহ চার জনের সঙ্গে ঢাকায় যান তিনি। ঢাকা থেকে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন, পলাশ নাকি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ছয় বছর হলেও বাড়ি ফেরেননি তিনি।
পলাশের বড় ভাই মো. স্বপন আকন জানান, ঢাকা থেকে পলাশ আর বাড়ি ফেরেনি। তারা পলাশকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। তবে কোনও খোঁজই পাওয়া যায়নি।
কথা বলে আরও জানা যায়, পলাশ নিখোঁজ হওয়ার পর তার মা জাহানার বেগম বাদী হয়ে মাদ্রাসার সুপার আবদুল জলিল, আবদুর রাজ্জাক, জালাল ও মাইনউদ্দিন নামের  চারজনকে আসামি করে ২০১০ সালের ২৩ নভেম্বর তরিখ অপহরণ মামলা দায়ের করেন। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা খারিজ করে দেয়।


নিখোঁজ পলাশের মা জাহানারা বেগম পলাশের মা জাহানারা বেগম জানান, ছেলের অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি। ছেলে কবে এসে মা বলে ডাক দেবে সেই আশায় দিন কাটাই। তিনি আরও বলেন, আমার ছেলেকে কেউ  আমার বুকে ফিরিয়ে দিলে আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করবো। কৃতজ্ঞ থাকবো তার কাছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হানিফ বলেন, পলাশ আত্মগোপন করে আছেন এমন প্রমাণ মিলেছে। পলাশের মা মামলা করার পরে পলাশ বরিশাল হাতেম আলী কলেজ থেকে নিজে আবেদন করে তার সার্টিফিকেট উঠিয়ে নিয়েছেন। এসব প্রমাণের ভিত্তিতে আদালত মামলা খারিজ করে দিয়েছে। পলাশকে বিভিন্নভাবে খুঁজেও পাওয়া যায়নি। তবে তার কিছু পরিচিত লোক তাকে ঢাকায় দেখেছেন এবং তার সঙ্গে কথাও বলেছেন।
/এফএস/ এপিএইচ/

আরও পড়ুন:

প্লাস্টিক ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল ‘জঙ্গি’ শফিউল (ভিডিও)

নিখোঁজ তালিকার রাহাতের বাসায় মুক্তিপণ চেয়ে ফোন!

সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!