X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘টাম্পাকোর দুর্ঘটনা গ্যাস থেকে নয়’

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৮

টাম্পাকো গ্যাসের কোনও ত্রুটির কারণে টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনা ঘটেনি। তবে ওই কারখানায় অনুমোদনের চেয়ে দ্বিগুণ গ্যাস ব্যবহার করা হতো। দুর্ঘটনার পর তিতাসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আর বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কমিটির  প্রধান ও তিতাসের মহা-ব্যবস্থাপক (মার্কেটিং) ঢাকা উত্তর প্রকৌশলী রানা কবির।

তদন্ত কমিটি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে বলা হয়েছে, তিতাসের গ্যাস সংযোগের কোনও ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। কারখানার বিধ্বস্ত ভবনটি সেনাবাহিনীর সহায়তায় পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন স্থানের ছবি তোলা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে ওই কারখানায় তিতাস গ্যাসের লাইনের কোনও সমস্যা পাওয়া যায়নি। লাইনটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে ওই কারখানায় অনুমোদনের চেয়ে দ্বিগুণ গ্যাস ব্যবহার করা হতো বলে আলামত পাওয়া গেছে।

উল্লেখ্য, টঙ্গীর বিসিক নগরীতে অবস্থিত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, বিসিক ও বিদ্যুৎ বিভাগ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করে।

এর মধ্যে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম জানান, টাম্পাকো দুর্ঘটনায় অধিকতর তদন্তর জন্য আন্তঃমন্ত্রণালয়ের উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এদিকে, ১৪তম দিনের মতো সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

/এআরএল/

আরও পড়ুন: 

গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?