X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

তানভীর সিদ্দিকীর ছেলের বিরুদ্ধে আরও দুটি মামলা

গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৯

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গাজীপুর ও টাঙ্গাইলে আরও দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও গাজীপুর আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান বাদী হয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা করেন।
বাদী অ্যাডভোকেট শাহজাহান বাংলা ট্রিবিউনকে জানান, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক মামলাটি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইরভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই ঘটনায় টাঙ্গাইলেও ইরাদ আহমেদ সিদ্দিকীর নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

বৃহস্পতিবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম মামলাটি আমলে নিয়ে তা এফআইআর করতে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
এর আগে এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে মুক্তিযোদ্ধা ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার পরে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’

ওই স্ট্যাটাসে ইরাদ আহমেদ সিদ্দিকী আরও উল্লেখ করেন, শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব নয়। কারণ, শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে।’

এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন।

/এআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক