X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুই রেল লাইনের মাঝখানের জমি দখল করে মার্কেট!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
১৭ অক্টোবর ২০১৬, ১১:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১১:২৮

দুই রেল লাইনের মাঝখানের জমি দখল করে মার্কেট! লাকসাম-নোয়াখালী রেল রুটে কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের মেইন লাইন ও লুপ লাইনের মাঝের জায়গায় মার্কেট তৈরি করা হচ্ছে। এতে রেল ক্রসিংয়ের লুপ লাইন মাটির নিচে পড়ে হুমকির মুখে পড়েছে লাকসাম-নোয়াখালী রেল লাইন। নাম প্রকাশে একাধিক রেলওয়ে কর্মকর্তা জানান, বাংলাদেশের রেলের ইতিহাসে এমন দখলের নজির বিরল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতগঞ্জ স্টেশন ভবন লাগোয়া উত্তর পাশের জলাশয়টি গত বছরের অক্টোবর থেকে ডাকাতিয়া নদীর বালু এনে ভরাট করা হয়। বর্তমানে ওই জায়গায় হকার্স মার্কেট নাম দিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। দোকান নির্মাণের কারণে ট্রেন ক্রসিং করার একমাত্র লুপ লাইন মাটির নিচে চাপা পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে মার্কেট নির্মাণ করা হচ্ছে। দুই শতাধিক দোকানের প্রতিটি ৪০-৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে ভাড়া দেওয়ার পরিকল্পনা চলছে। এখানে মার্কেট নির্মিত হলে রেল লাইনে ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হবে।

এ বিষয়ে দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘এখানে ভরাটের কারণে লুপ লাইন মাটির নিচে চাপা পড়ে গেছে। ট্রেন ক্রসিং করা যাবে না। এ কারণে লাকসাম-নোয়াখালী রেললাইন বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এ কাজ হয়েছে।’ এ কাজ লাকসাম পৌরসভা করছে বলে তিনি দাবি করেন।

দৌলতগঞ্জ রেল স্টেশনের পাশে মার্কেট নির্মাণ নিয়ে জানতে চাইলে লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে চাননি।

রেলওয়ে কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুইটি রেল লাইনের মাঝের স্থান দখল করে মার্কেট নির্মাণ বিরল ঘটনা। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘রেলের জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ কার্যক্রম আমাদের রুটিন ওয়ার্ক। দৌলতগঞ্জ রেল স্টেশনের দখলদারদেরও উচ্ছেদ করা হবে।’

আরও পড়ুন- 


‘আরিফের ফাঁসি হওয়ায় তৃপ্তি পাচ্ছি’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া