X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০৭:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০৭:৪০
image

ঝিনাইদহ ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তিই সন্ত্রাসী এবং তারা পুলিশের ওপর হামলা চালিয়েছিল, পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলা ট্রিবিউনকে জানান, “জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী নামক স্থানে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ৩টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে, মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। কিছুক্ষণ পর এক সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।”
এই ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হন বলেও আজবাহার আলী শেখ উল্লেখ করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলরা হলেন – বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম।
আজবাহার আলী শেখ বলেন, ‘সন্ত্রাসীরা কোনও নাশকতামূলক কর্মকাণ্ড করতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’ তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে, জেলার কালীগঞ্জে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৫)। ওই অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা