X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত

পাবনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ০৮:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৮:৫৮

বন্দুকযুদ্ধ পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় রাইস মিলে ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য নিহত হয়েছে।  বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে আটক করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে দুটি ট্রাক, দেড় হাজার কেজি মিনিকেট চাল, একটি পিস্তল, দুটি রিভলবার, ৬টি তাজা গুলি, একটি ম্যাগজিনসহ বেশকিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে র‌্যাব-১২ সিও শাহাবুদ্দিন খান ও অতিরিক্ত ডিআইজি (রাজশাহী রেঞ্জ) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন্দুকযুদ্ধে  নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাটনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫), একই উপজেলার তৃষ্ণামত দৌলা গ্রামের আব্দুল হামিদের ছেলে রুস্তম আলী (৩০), পঞ্চগড়ের বোদা উপজেলার কবিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), চাঁদপুরের মতলব উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হানিফ মিয়া (২৫)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশ জানান, জঙ্গি তৎপরতা নিধন ও তাদের তথ্য সংগ্রহে বৃহস্পতিবার পাবনায় অবস্থান করছিল র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি টহল টিম। রাত ২টার দিকে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, বিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে রোড়ের জয়নগর পিডিবি গেট এলাকায় মেসার্স বাদশা এজেন্সি নামক চাতালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়টি তারা র‌্যাব পাবনাকেও জানায়। এরপর র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল ও সিপিসি-২, পাবনা ক্যাম্পের দুটি আভিযানিক দল রাত সাড়ে তিনটার দিকে জয়নগর পিডিবি গেট এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।  গোলাগুলির এক পর্যায় ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে ট্রাক দুটি নিয়ে ডাকাতরা  দ্রুত পালানোর চেষ্টা করলে বরইচারা এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় চালভর্তি একটি ট্রাক ও একটি খালি ট্রাক উদ্ধার করে র‌্যাব। এসময় আহতাবস্থায় চার ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায় আরও একজন। 

র‌্যাবের দাবি, হতাহতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। ২৫ অক্টোবর উক্ত ডাকাত দল টাঙ্গাইল বিসিক এলাকায় একটি গোডাউন থেকে ট্রাকভর্তি ডাল এবং ৫ নভেম্বর ঝিনাইদহ সদর থানার বিশাইখালী এলাকায় দুই ট্রাকভর্তি চাল ডাকাতি করেছে।
এছাড়াও র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ডাকাত দলের সদস্যরা আশেপাশের জেলাগুলোতে বিভিন্ন ধরনের ডাকাতি, দস্যুতার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশ।

/বিটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা