X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অপারেশন টোয়াইলাইট চলছে, থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ

তুহিনুল হক ও সাইফুল ইসলাম, সিলেট
২৭ মার্চ ২০১৭, ০৯:৩০আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১০:২৩

অপারেশন টোয়াইলাইট চলছে, থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিমের নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ চলছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সকালে সাড়ে ৬টার দিকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর ঘণ্টাখানেক পর সকালে সাড়ে ৭টার দিকে আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর আবার কয়েক ঘণ্টা কোনও শব্দ পাওয়া যায়নি। ফের সকাল ১০ দিকে আবার গুলির আওয়াজ পাওয়া যায়।

আতিয়া মহল এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সাংবাদিকসহ সাাররণ লোকজনকে সেখানে প্রবেশ করেত দেওয়া হচ্ছে না। ফলে আসলে সেখানকার পরিস্থিতি কী তা জানা যাচ্ছে না।

শনিবার সকাল থেকেই আতিয়া মহলে অভিযান শুরু করে সেনা-কমান্ডোরা। রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে। বাড়ির ভেতর ব্যাপক পরিমাণে বিস্ফোরক থাকায় অভিযান ধীর গতিতে চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রবিবার বিকালে দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান, ‘আমরা রকেট লাঞ্চার দিয়ে ছিদ্র করে তারপর সেখান দিয়ে টিয়ারসেল ছোড়ার পর তাদের জন্য ভেতরে থাকা কঠিন হয়েছিল। এখন পর্যন্ত ২ জন জঙ্গি নিহত হয়েছে। দু’জনই পুরুষ সদস্য।’

তিনি বলেন, ‘এখনও এক বা একাধিক জঙ্গি ভেতরে আছে। আমাদের কেউ আহত হননি। আশা করেছিলাম আজ (রবিবার) শেষ হবে,  কিন্তু আজ শেষ হচ্ছে না। অভিযান সার্বক্ষণিক চলবে। এলাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’

এর আগে শনিবার সেনাবাহিনীর প্রথম সংবাদ সম্মেলন করার সময় দুই দফা বিস্ফোরণ হয় এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন।

/এসটি/

আরও পড়ুন:

আতিয়া মহলে কি শীর্ষ জঙ্গি নেতা মুসা আছে?

‘অপারেশন টোয়াইলাইট’ কখন শেষ হবে?

‘হঠাৎ বিস্ফোরণ, কিছুই বুঝে উঠতে পারিনি’

আতিয়া মহলে ২ জঙ্গি নিহত, অভিযান চলবে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা