X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাউধার মৃত্যুতে হত্যা মামলা নিয়েছে পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৩:০৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৩:০৮

রাউধা আথিফ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, মডেল ও মালদ্বীপের নাগরিক রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশ। রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ  বাদী হয়ে আদালতে যে হত্যা মামলাটি দায়ের করেছিলেন সেটির কাগজপত্র হাতে পেয়েই পুলিশ মামলাটি রেকর্ড করে। রাজশাহীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মঙ্গলবার বিকালে মামলাটি রেকর্ড করা হয়েছে। দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামি করা হয়েছে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বার্ষের ছাত্রী ও ভারতের কাশ্মীরের মেয়ে সিরাত পারভীন মাহমুদকে। শাহ মখদুম থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার আলী তুহিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ।  

ওসি জিল্লুর রহমান আরও জানান, ‘আমরা মামলা রেকর্ড করেছি। গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে গত ১০ এপ্রিল রাউধার মৃত্যুর ঘটনায় তার সহপাঠী সিরাতকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ। মেডিক্যাল কলেজের হোস্টেলে রাউধার মৃত্যুর ১২ দিন পর রাজশাহীর আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে রাউধার মৃত্যুর ঘটনায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করেছে, রাউধা ‘আত্মহত্যা’ করেছে বলেই তাদের মনে হচ্ছে। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ও লিখিত জবানবন্দি নিয়ে তারা এই প্রতিবেদন তৈরি করেছেন। মেডিক্যালের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুকিত সরকারকে আহ্বায়ক করে এই কমিটি গঠিণ করা হয়। কমিটি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দেন। রাউধার বাবা মোহাম্মদ আথিফ

এদিকে রাউধার মৃত্যুতে তার বাবা ডা. মোহাম্মদ আথিফের দায়ের করা মামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বার্ষের ছাত্রী ও ভারতের কাশ্মীরের মেয়ে সিরাত পারভীন মাহমুদ। সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা না বলে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানিয়েছেন, রাউধার মৃত্যুর সঙ্গে তার কোনও ধরনের সম্পর্ক নেই।

উল্লেখ, গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশে জানিয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছার আগেই তার সহপাঠীরা ঝুলন্ত রাউধার লাশ নামিয়ে ফেলেছিল। গত ৩০ মার্চ রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন।

১৯৯৬ সালে ১৮ মে জন্ম মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল ছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদেও আরও পাঁচ নারী মডেলের সঙ্গে উপস্থিত ছিলেন রাউধা।

/এফএস/ 

আরও পড়ুন- 


আল্লাহ তাকে ভালো রেখেছে, সে সুস্থ আছে: মুফতি হান্নানের স্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ