X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তৈরি হয়নি সেতু, গ্রামবাসী বানালেন বাঁশের সাঁকো

দিনাজপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০২:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৮:২৯

ছয় মাস আগে ভেঙে দেওয়া সেতুর জায়গায় গ্রামবাসীদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ১০টি গ্রামের মানুষের যাতায়াতের অবলম্বন ছিল একটি সেতু। সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সেখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। টেন্ডারে কাজ পাওয়া ঠিকাদার পুরনো সেতুটি ছয় মাস আগে ভেঙে দিলেও নতুন কোনও সেতু নির্মাণের কাজ এখনও শুরু করেনি। বিকল্প কোনও রাস্তাও নেই। দীর্ঘ দুর্ভোগের পর অবশেষে ওই কয়েক গ্রামের বাসিন্দারাই নিজেদের উদ্যোগে ওই সেতুর জায়গায় তৈরি করেছেন একটি বাঁশের সাঁকো।
মঙ্গলবার (২৫ এপ্রিল) খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন মহদীপুর গ্রামে গিয়ে দেখা যায় ওই বাঁশের সাঁকো। মহাদীপুর, মহেশপুর, বারই পাড়াসহ আশপাশের ১০টি গ্রামের বাসিন্দারা তৈরি করেছেন সাকোটি।
গ্রামবাসীরা জানায়, ওই জায়গাটিতে ছিল একটি সেতু। সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ৩২ লাখ ব্যয়ে নতুন একটি সেতুর টেন্ডার আহ্বান করে। সেতুর কাজ পাওয়া ঠিকাদার পুরনো সেতুটি ভেঙে দেন ছয় মাস আগে। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও সেখানে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়নি। এমনকি, গ্রামবাসীর যাতায়াতের জন্য বিকল্প কোনও রাস্তাও তৈরি করেননি ঠিকাদার। গত কয়েকদিনের টানা বর্ষণে ওই জায়গাটি তলিয়ে গেছে পানিতে। এতে গ্রামবাসীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সেতুর কাজ পাওয়া ঠিকাদারের কাছে ধরনা দিয়েও কোনও লাভ হয়নি। তাই রবিবার (২৩ এপ্রিল) থেকে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে শুরু করেন বাঁশের সাঁকো তৈরির কাজ। মঙ্গলবার এর নির্মাণ কাজ শেষ হয়।
বাঁশের সাঁকোর জায়গাটিতেই ছিল সেতু, সেটি ভেঙে দেওয়ার ছয় মাস পরও শুরু হয়নি এর নির্মাণ কাজ মহাদীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক ও মহেশপুর গ্রামের সুশীল চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন মহাদীপুর, কিসমতলালপুর, বালুপাড়া, বারাইপাড়াসহ ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষসহ ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে অধ্যায়নরত শত শত শিক্ষার্থীরা যাতায়াত করে। সেতু না থাকায় এতদিন তারা সেতুর নিচ দিয়েই যাতায়াত করতেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বারবার সেতুটি তৈরির কাজ শুরুর অনুরোধ করি। কিন্তু কোনও ফল পাইনি। তাই নিজেরাই সাঁকোটি তৈরি করেছি। আমাদের তো চলাচল করতে হবে।’
খয়েরবাড়ীর ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘টেন্ডার হওয়ার পরও সেতুর কাজ শুরু হয়নি। গত কয়েকদিনের টানা বর্ষণে গ্রামবাসীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে পড়ে। তাই তারাই উদ্যোগ নিয়ে সাঁকোটি তৈরি করেছেন।’
এ বিষয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেতুটির জায়গাতে পানি জমে যাওয়ায় ঠিকাদার সেতুটির কাজ করতে পারছে না। তবে গ্রামবাসীরা চাইলে অন্য রাস্তা দিয়েও যাতায়াত করতে পারত।’

আরও পড়ুন-

বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

টাঙ্গাইলে বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

/টিআর/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!