X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যশোরে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১৫:৫১আপডেট : ১৮ মে ২০১৭, ১৫:৫২

যশোরে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ যশোরে হাতেম মোল্যা নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিখোঁজ হাতেম মোল্যার স্ত্রী নাসিমা খাতুন বুলু এই অভিযোগ করেন।

সাতদিন আগে হাতেম মোল্যাকে তুলে নেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখায় খোঁজ নিয়ে তার সন্ধান পাননি বলে জানান তার স্ত্রী।

হাতেম মোল্যা যশোরের শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১০ মে বিকালে হাতেম মোল্যা বাড়িতে ছিলেন। এ সময় একই উপজেলার গোগা বিলপাড়া এলাকার জিল্লুর রহমান তাদের বাড়িতে যান। পরে তিনি মোবাইলফোনে অজ্ঞাত পাঁচজনকে ডেকে আনেন। তারা এসে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে হাতেম মোল্যাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। পরদিন হাতেম মোল্যার পরিবারের সদস্যরা যশোর ডিবি অফিসে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে জানানো হয়, হাতেম মোল্যাকে তারা আটক করেনি। পরে ডিবি পুলিশের পরামর্শে তারা শার্শা থানায় যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে জানানো হয়, হাতেম ডিবি পুলিশের কাছে আছেন। কয়েকদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। সর্বশেষ ১৫ মে তারা আবারও থানায় যান। কিন্তু হাতেম মোল্যার কোনও সন্ধান পাননি।

নিখোঁজ হাতেম মোল্যার স্ত্রী নাছিমা খাতুন বুলু বলেন, ‘আমরা গরিব, নিজেদের থাকার মতো একটি বাড়ি পর্যন্ত নেই। স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অনুপস্থিতিতে অসহায় হয়ে পড়েছি। এখন নানামুখী শঙ্কায় ভুগছি। আমার স্বামীকে দ্রুত ফিরে চাই।’

এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘আমরা হাতেম মোল্যা নামে কাউকে আটক করিনি। এমনকি ঘটনার দিন আমাদের কোনও টিম শার্শায় অভিযানেও যায়নি।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে