X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

'জঙ্গি আস্তানা'য় আটকে পড়াদের স্বজনদের ভেতরে নিয়ে গেছে র‌্যাব

নরসিংদী প্রতিনিধি
২১ মে ২০১৭, ০৯:৩০আপডেট : ২১ মে ২০১৭, ০৯:৫৫

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও নরসিংদী সদর উপজেলার গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি র‌্যাব ঘিরে রেখেছে তার ভেতরে আটকা পড়া ব্যক্তিদের স্বজনদের ভেতরে নিয়ে গেছে র‌্যাব। রবিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাঁচ-ছয় জনকে ডেকে ওই বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, স্বজনদের মাধ্যমে ভেতরের 'জঙ্গিদের' আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। সকাল থেকেই বাড়ির আশপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।  

এই বাড়ির ভেতর পাঁচ-ছয়জনের মতো আটকে পড়েছে বলে দাবি করা হয়েছে। ভেতরে থাকা ব্যক্তিরা মোবাইল ফোনে বাইরে উপস্থিত তাদের স্বজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা নিজেদের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বলে দাবি করেছেন। তবে র‌্যাব বলছে, ভেতরে কয়েকজন জঙ্গি রয়েছে। গাবতলীর `জঙ্গি আস্তানায়` আটকে পড়া সালাউদ্দিনের বাবা  

এদিকে রবিবার সকালে সাংবাদিক ও সাধারণ লোকদের ওই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। আজ রবিবার (২১ মে) যে কোনও সময় অভিযান শুরু হতে পারে।
র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান শনিবার সন্ধ্যায় জানান, ওই বাড়িতে ৫ থেকে ৬ জন জঙ্গি অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। রাতে অভিযান ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় রবিবার দিনের আলোয় অভিযান চালানো হবে। নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও (টিনের বাড়ির পেছনে)

উল্লেখ্য, শনিবার বিকাল ৪টার দিকে গাবতলী এলাকায় নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল। এই অভিযানে সহায়তা করছে নরসিংদী জেলা পুলিশ। বাড়ির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না। র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন। সেখানে সালাউদ্দিনসহ আরও ৫/৬ জন থাকতে পারে।

ছবি: নাসিরুল ইসলাম।

/এফএস/ 

আরও পড়ুন- 

আরও পড়ুন-

নরসিংদীর জঙ্গি আস্তানায় আটকা পড়াদের দাবি তারা মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক (ভিডিও)

নরসিংদীর বাড়িটিতে অভিযান রবিবার সকালে

এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫/৬ ‘জঙ্গি’: র‌্যাব

মাদ্রাসা শিক্ষক পরিচয়ে নরসিংদীর বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক