X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫/৬ ‘জঙ্গি’: র‌্যাব

আমানুর রহমান রনি
২০ মে ২০১৭, ২০:১১আপডেট : ২০ মে ২০১৭, ২০:২৩

নরসিংদীর ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’ নরসিংদীর জঙ্গি আস্তানার ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে র‌্যাব নিশ্চিত হয়েছে। বাড়িটির চারদিকে র‌্যাব পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে।

‌শনিবার (২০ মে) বিকাল ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব-১১-এর একটি দল। ঢাকায় র‌্যাবের সদর দফতর ও নারায়ণগঞ্জে র‌্যাব-১১-এর কার্যালয় থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়েছে, সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

জানা গেছে, নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় মাঈনুদ্দীন নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির বাড়ি ওই আস্তানাটি। তার পরিবার আগে এই বাড়িতে থাকলেও গৃহকর্ত্রীর মৃত্যুর পর সবাই গ্রামে ফিরে গেছেন। তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে। এরপর বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল। একমাস আগে কেয়ারটেকারের মাধ্যমে তা আবার ভাড়া দেওয়া হয়।

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’টি ঘিরে রেখেছে র‌্যাব র‌্যাবের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের নীচতলায় তিনটি কক্ষ রয়েছে। জঙ্গিরা তিনটি কক্ষেই রয়েছে। ভেতরে ৫/৬ জন জঙ্গি রয়েছে বলে র‌্যাব নিশ্চিত হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ভেতরে কোনও নারী ও শিশু থাকার তথ্য পাইনি। সবাই ব্যাচেলর। আমরা অভিযানের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এর আগে র‌্যাব-১১-এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন বাংলা ট্রিবিউনকে জঙ্গি আস্তানার ঘিরে রাখার তথ্য নিশ্চিত করে জানান, ‘জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

/এআরআর/টিএন/

আরও পড়ুন-

এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড