X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘আ.লীগ ৩০ সিট পাবে, ফখরুল এ ঐশী বাণী কোথায় পেলেন?’

ফেনী প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১৭:১৮আপডেট : ১০ জুন ২০১৭, ২১:৫৯

‘আ.লীগ ৩০ সিট পাবে, ফখরুল এ ঐশী বাণী কোথায় পেলেন?’

বিএনপি’র ৩০ সিট পাওয়ার রেকর্ড রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০ সিট পাবে, এ ঐশী  বাণী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় পেলেন? এর আগেও বিএনপি এই দম্ভোক্তি করে নির্বাচনে হেরেছিল। ’ শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি অন্যকে ৩০ সিট দিতে গিয়ে, ২০০৮ সালের নির্বাচনে নিজেরাই ৩০ সিট পেয়েছে। আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগই বিপুল ভোটে নির্বাচিত হবে।

তৃণমূল নেতাদের মূল্যায়নের নির্দেশ দিয়ে জেলা নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এখন উন্নয়নের সঙ্গে আচরণও যুক্ত করতে হবে। খারাপ আচরণে মানুষের মনে যে দাগ কাটে, তার শাস্তি মানুষ ব্যালটের মাধ্যমে দেয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না। আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে।  আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায় ।’

এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আগামী নির্বাচনে ফেনীর ৩টি আসনে স্থানীয় প্রতিনিধিদের মনোনয়ন দেওয়ার দাবি জানালে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ তৃণমূল কর্মীদের দল। সভানেত্রী তৃণমূল নেতাদের মূল্যায়ন করে দলীয় মনোয়ন দেবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই। ’

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা। বর্ধিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন: সৈয়দপুরের পোশাক কারখানাগুলো ব্যস্ত সময় পার করছে






 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
সড়কে অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
খাগড়াছড়িতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক
খাগড়াছড়িতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক
এতিমখানার অনুদানের টাকা দিতেও ঘুষ গ্রহণ: দুদকের অভিযান
এতিমখানার অনুদানের টাকা দিতেও ঘুষ গ্রহণ: দুদকের অভিযান
গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর
গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার