X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে উদ্ধারকাজ এখনও কঠিন!

রাঙামাটি প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১১:১৩আপডেট : ১৬ জুন ২০১৭, ১৩:২৯

রাঙামাটিতে পাহাড় ধস (ছবি: রাঙামাটি প্রতিনিধি) পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে রাঙামাটিতে উদ্ধার অভিযান চলছে।  তবে বৃষ্টির কারণে ও কোনও কোনও জায়গায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত মাটির স্তূপ জমে থাকার কারণে উদ্ধারকাজ চালানো এখনও অনেক কঠিন বলে জানিয়েছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. দিদার হোসেন। এখন নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রূম থেকে জানানো হয়, পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা ১১০ জনে পৌঁছেছে। কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ এখতিয়ার আরাফাতিএই তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাহাড় ধসের সময় নিখোঁজ একজনের লাশ বৃহস্পতিবার  কাপ্তাই লেক থেকে উদ্ধার করা হয়েছে। মাটির স্তূপের সঙ্গে লাশটি পানিতে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। রাঙামাটি ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৬০ সদস্য মিলে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। রাঙামাটিতে পাহাড় ধস (ছবি: রাঙামাটি প্রতিনিধি)

এদিকে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার জটিলতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী রাঙামাটি শহরে নিত্যপণ্যে দাম বাড়িয়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেব্যাপারে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ডিসি মানজারুল মান্নান বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ৩০০ মিটার অংশ বন্ধ থাকায় বিকল্প পথে কীভাবে পণ্য আনা যায় এবং এর দাম কীভাবে নির্ধারণ করা যায় সেব্যাপারে শুক্রবার (১৬ জুন) সিদ্ধান্ত নেওয়া হবে। রাঙামাটিতে পাহাড় ধস

এদিকে ধসে পড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়ক আবার চালু করতে তিন-চার দিন লাগবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত কাপ্তাই হয়ে বোটে যোগাযোগ করতে হবে।

/এফএস/

আরও পড়ুন-

ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!

বেনাপোল দিয়ে ভারত যাচ্ছে দ্বিগুণ যাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি