X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৯:৪৮আপডেট : ২০ জুন ২০১৭, ১৯:৪৮

উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশসহ সিরাজগঞ্জ ও কাজিপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এ উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। কেননা নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র করছে এবং আগামীতেও করবে।’

মঙ্গলবার (২০ জুন) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সমাবেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে, সে যত বড় নেতা বা কর্মী হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। কাজিপুরে দলীয় কর্মীদের মাঠে নামার জন্য সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নেতৃত্বে নির্বাচনি সেল গঠনেরও ঘোষণা দেন মন্ত্রী। এছাড়া, প্রতিটি ভোট কেন্দ্রে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

পরে দুপুরে তিনি কাজিপুরে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পাঁচ’শ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতি, পানি উন্নয়ন বিভাগের মেঘাই স্পারের সংস্কার কাজ ও এলজিইডি’র বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বিকালে কাজিপুরের শুভগাছায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌনে আট কি.মি.বিদ্যুৎ লাইনের সাড়ে পাঁচশ’ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজাহার আলী, ডিজিএম মিজানুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে