X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আটটি পাইপগান ও ছয় রাউণ্ড গুলিসহ দুই যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ জুন ২০১৭, ২০:৩৮আপডেট : ২০ জুন ২০১৭, ২০:৩৮

বগুড়ায় আটটি পাইপগান ও ছয় রাউণ্ড গুলিসহ দুই যুবক গ্রেফতার

বগুড়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবকে আটক করেছে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। সোমবার গভীর রাতে শাজাহানপুর উপজেলার শাকপালার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড বিভিন্ন বোরের গুলি ও কার্তুজ, ৭ রাউণ্ড খোসা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে অস্ত্রের উৎস সম্পর্কে এপিবিএন’র কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি। এলাকাবাসীর ধারণা, ওই বাড়ি অস্ত্র তৈরির কারখানা। এখানে অস্ত্র তৈরির করে বিক্রি করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালার শরিফ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি সাজু মিয়া (৩৬) এবং শাহজাহান আলীর ছেলে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সুলতান মিয়া (১৮)।

এপিবিএন’র এএসপি ফরহাদ হোসেন জানান, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে শাজাহানপুর উপজেলার শাকপালার শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ভাই সাজু মিয়া ও ছেলে সুলতান মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি ৮টি পাইপগান, শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড খোসা, পয়েন্ট ৩২ বোরের ২ রাউন্ড ও পয়েন্ট ২২ বোরের ১ রাউন্ড তাজা গুলি এবং পয়েন্ট ২২ বোরের ৫ রাউন্ড খোসা, একটি ড্রিল মেশিন ও একটি ইলেকট্রিক গ্যান্ডিং মেশিন পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কিছুই স্বীকার করেনি বলে তিনি জানান।

তবে সিনিয়র এএসপি এসএম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া গেলেও এখন তা বলা সম্ভব নয়। তাদের থানায় সোপর্দ ও মামলা করা হবে।  

মঙ্গলবার বিকাল ৪টায় শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএনের পক্ষ থেকে এখনও কোনও মামলা হয়নি।

/জেবি/

আরও পড়তে পারেন: যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ