X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হিলিতে উদ্ধারকৃত যুবকের লাশের পরিচয় মিলেছে, আটক ২

হিলি প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৬:১৬আপডেট : ২৮ জুন ২০১৭, ১৯:৩৫

হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জন আটক (ছবি- হিলি প্রতিনিধি)

দিনাজপুরের হিলিতে মঙ্গলবার রাত ১০টায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম জাহাঙ্গির আলম (২৪)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঘড়িয়া গ্রামের এনতাজ আলী বিশ্বাসের ছেলে। পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর।

আটককৃতরা হলেন, যে নারীর (মরিয়ম)সঙ্গে জাহাঙ্গিরের পরকীয়া ছিল তার মা খালেদা বেওয়া (৬০)ও ছেলে মাহফুজ হোসেন (২৩)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৈগ্রাম এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইলের সূত্রে ধরে তার পরিচয় পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই যুবকের সঙ্গে হিলির বৈগ্রাম এলাকার মরিয়ম বেগমের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম বেগম জাহাঙ্গীরকে মোবাইলে বৈগ্রাম এলাকায় তার বাসায় ডেকে নেয়। এসময় মরিয়মের ছেলেরা টের পেয়ে জাহাঙ্গীরকে এলোপাতারি মারধর করে।এতে জাহাঙ্গীরের মৃত্যু হলে তারা রাস্তার পাশে মাদুর বিছিয়ে লাশ রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশটি দেখে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চার জনকে আসামি করে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই অভিযান চালিয়ে পুলিশ মরিয়ম বেগমের বড় ছেলে মাহফুজ হোসেন ও তার মা খালেদা বেওয়াকে আটক করে। মরিয়ম বেগম ও তার ছেলে মুন্না মিয়া পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন। মরিয়ম বেগমের স্বামী মাহবুব মণ্ডল আনসার ব্যাটালিয়নে পার্বত্য চট্টগ্রামে কর্মরত আছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বনের হরিণ বনে ছেড়ে দিলো বনবিভাগ

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি