X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুর্গতদের খাদ্য-চিকিৎসার ব্যবস্থা করবে সরকার : ত্রাণমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১৭:৪৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৭:৪৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যাদুর্গতদের সহায়তা দিচ্ছেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী বলেন, ‘যতদিন এই অঞ্চলে এই দুর্যোগ থাকবে ততদিন সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে। আমরা আপনাদের খাদ্য,  চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে দেব। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার।’
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের বন্যাদুর্গত ঘাটেরবাজার এলাকা পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুল মতিনের সভাপতিত্ব করেন। প্রভাষক সিপার আহমেদের  পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

এরপর মন্ত্রী উপস্থিত দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়া ইউনিয়নের দুর্গত মানুষের জন্য ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেন। এই চাল জনপ্রতি ১০ কেজি করে ৮০০ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এর আগে মন্ত্রী কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় ৫০০ জনের মধ্যে ১৩ কেজি করে চাল বিতরণ করেন। এছাড়া জুড়ী, বড়লেখা ও কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজলোয় বন্যায় ক্ষতগ্রিস্ত লোকজনের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেন মন্ত্রী। এই বরাদ্দ থেকে জনপ্রতি ১২টি টিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হব।

এদিকে, মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে হাকালুকি হাওরের ২০০ পরিবারকে নৌকাযোগে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন।  

/এএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড