X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজনগরে জ্বরে একই পরিবারের ২ শিশুর মৃত্যু, শতাধিক আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ১৪:৪২আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৪:৪২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘির মানুষ হওরের পানি ব্যাবহার করছে (ছবি- মৌলভীবাজার প্রতিনিধি)

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের আমিরপুর গ্রামে জ্বরে আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই গ্রামের শতাধিক মানুষ জ্বরে আক্রান্ত বলে জানা গেছে। আর এ দুই শিশুর মৃত্যুর ফলে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাম বাংলা ট্রিবিউনকে শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরপুর গ্রামের রকুব মিয়ার মেয়ে তামান্না আখতার (৯) এক সপ্তাহ জ্বরে ভোগার পর ৩ জুলাই (সোমবার) রাতে মারা যায়। এর দুই দিন পর ৫ জুলাই বুধবার রকুব মিয়ার বোন রুমা বেগম (১৩) জ্বরে আক্রান্ত হয় এবং ৬ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এদিকে আমিরপুর গ্রামের কবরস্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় সদর ইউনিয়নের গড়গাঁও গ্রামে তাদের দাফন করা হয়।

এদিকে আমিরপুর গ্রামের স্বপ্না বেগম (৩৫), তাকলিমা (৩), মন্টু মিয়া (৩৫), আব্দুল ওয়াহিদ (৩২), সুমনা বেগম (২০), ইমাম মিয়া (৬৫), লুৎফা আখতার (১৫) সুমা বেগমসহ (১৬) আমিরপুর গ্রামের অর্ধশত পরিবারের শতাধিক নারী, শিশু ও পুরুষ জ্বরে আক্রান্ত হয়। এ গ্রামের লোকজন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পায়নি। অধিকাংশ মানুষই হাওরের পানি ব্যবহার করছেন।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘির মানুষ হওরের পানি দিয়ে রান্না করছে (ছবি-মৌলভীবাজার প্রতিনিধি)

এদিকে উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের নারী ও শিশুরা জ্বরে আক্রান্ত বলে জানা গেছে। কামালপুর, আমিরপুর, রক্তা, আমনপুর, সুরিখাল, কেশরপাড়া, ফতেহপুর, অন্তেহরি, বাঘমারা, কেউলা, ধুলিজুড়াসহ পানিবন্দি গ্রামগুলোয় ভাইরাস জ্বর দেখা দিয়েছে। উপজেলার বন্যাকবলিত এলাকায় ৫টি মেডিক্যাল টিম কাজ করছে। রোগীদের প্যারাসিটামল ও সেলাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উত্তম কুমার শর্ম্মা জানান, ‘উত্তরভাগ ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। সেখানে একশ’র বেশি লোককে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও আমিরপুর ও রক্তা গ্রামে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, আমিরপুর গ্রামে মেডিক্যাল টিম কাজ করছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আশ্রয় কেন্দ্রেগুলোতে পর্যাপ্ত ওষুধ পৌঁছে দেওয়ার জন্য মেডিক্যাল টিমকে বলা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো.তোফায়েল ইসলাম বাংলা ট্রিবিউনকে শনিবার বিকেলে জানিয়েছেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমি  শুনে খোঁজখবর নিয়েছি। ওই এলাকাটি হাওরের প্রত্যন্ত অঞ্চল।  সেখানে পর্যাপ্ত মেডিসিন পাঠানোসহ মেডিক্যাল টিমকে কাজ করার নির্দেশ দিয়েছি।

/জেবি/

আরও পড়তে পারেন: ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ২০ দিনেই চলাচলের অযোগ্য!

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপকূলে ‘মে আতঙ্ক’
উপকূলে ‘মে আতঙ্ক’
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৪)
ঘূর্ণিঝড় ‘রিমাল’: ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘রিমাল’: ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
ড্রয়ে লিগ শেষ রিয়ালের, ক্রুসের অশ্রুসিক্ত বিদায়
ড্রয়ে লিগ শেষ রিয়ালের, ক্রুসের অশ্রুসিক্ত বিদায়
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী