X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ছুটি বাতিল

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুলাই ২০১৭, ০০:০৪আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০০:০৯

 

অজ্ঞাত রোগে আক্রান্ত এক শিশুর রক্ত পরীক্ষা করা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বুধবার (১২ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মৃত্যুর ঘটনায় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করেছি। এখন পর্যন্ত আক্রান্ত ৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত রোগে আক্রান্ত এক শিশু অজ্ঞাত রোগটির প্রকোপ প্রশমিত না হওয়া পর্যন্ত ওই এলাকার শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, ‘গত ৪ দিনে অজ্ঞাত রোগে ৯ জনের মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি। এর মধ্যে ৪ জন বুধবার মারা গেছে। খবর পেয়ে আমরা বিকালে ওই এলাকায় গিয়েছি। আক্রান্ত শিশুদের হাসপাতালে পাঠানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ত্রিপুরা পাড়ার পাঁচ থেকে ছয় শিক্ষার্থী স্কুলে যায়। তাদের আপাতত স্কুলে না পাঠাতে তাদের অভিভাবকদের পরামর্শ দিয়েছি। এছাড়া, স্কুলে কোনও শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ