X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

খুলনা ডিবির ২ এসআইসহ ৫ জন বরখাস্ত

খুলনা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ০৬:০০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০৬:০০

পুলিশ খুলনা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি)কর্মরত দুই এসআই এবং তিন এএসআইকে পুলিশ লাইনে প্রত্যাহারসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হচ্ছেন— এসআই এইচ এম শহিদুল ইসলাম ও আবু সাইদ এবং এএসআই শাহাজুল ইসলাম, মিকাইল হোসেন ও কামাল হোসেন। মঙ্গলবার তাদের ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়। খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বুধবার (১২ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ডুমুরিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে বেআইনীভাবে অর্থ নেয়। প্রাথমিক তদন্তে অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।’ সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের শোকজ করা হবে, জবাব পাওয়ার পরই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে খুলনা জেলা ডিবি’র এসআই এইচ এম শহিদুল ইসলাম ও এএসআই শাহাজুল ইসলামসহ ছয় সদস্য ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের যাশের আলী গাজীর ছেলে আব্দুস সালাম গাজীর আঠার মাইল কলেজ রোডের আব্দুল্লাহ ফুড নামক তিলের খাজার কারখানায় যান। সেখানে ওই ব্যবসায়ীর লাইসেন্সসহ কাগজপত্র দেখাতে বলেন পুলিশ সদস্যরা। কাগজপত্র দেখালেও তাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। এর আগে পুলিশ সদস্যরা তিনটি মোবাইল ফোন কেড়ে নেন। এ অবস্থায় ব্যবসায়ী সালাম ৭৭ হাজার টাকা ডিবি পুলিশকে দেন। টাকা নিয়ে পুলিশ দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে ফোন তিনটি ফেরত দেন। পরে স্থানীয় ক্ষুব্ধ ব্যবসায়ীদের তোপের মুখে সোমবার রাতে টাকা ফেরত দিতে বাধ্য হন পুলিশের ওই সদস্যরা।
এদিকে, পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার ‘বি’ সার্কেল মো. সজীব খাঁন বিষয়টি তদন্ত করেন। সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনও করেন। ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ব্যবসায়ীরা অভিযোগ দেন। মঙ্গলবার এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট পুলিশ সুপারের কাছে দাখিল করেন মো. সজীব খাঁন। ওই রিপোটের প্রেক্ষিতেই বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
নারী সংস্কার কমিশনের মতবিরোধপূর্ণ বিষয়গুলোর গঠনমূলক আলোচনা চায় এনসিপি
নারী সংস্কার কমিশনের মতবিরোধপূর্ণ বিষয়গুলোর গঠনমূলক আলোচনা চায় এনসিপি
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা
খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ