X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা

ইমরান আলী
০৫ মে ২০২৫, ২২:০০আপডেট : ০৫ মে ২০২৫, ২২:০০

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন স্তরের নিরাপত্তা সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবেন। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে সেনাবাহিনী, বিমানবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে  ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

অবতরণের পরপরই খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে বিশেষ অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের হ্যাঙ্গার গেট দিয়ে বের হবেন। এদিন তাকে অভ্যর্থনা জানাতে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দর থেকে গুলশানে তার বাসা পর্যন্ত উপস্থিত থাকবেন।

চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় সামলানো ও তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঙ্গার গেট সংলগ্ন এলাকায় এভিয়েশন সিকিউরিটি ফোর্স, ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টে নিয়োজিত বিমানবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের পর শতভাগ নিরাপত্তায় তিনি বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।’

এয়ারপোর্ট আর্মড পুলিশের প্রধান ও অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বলেন, ‘আমাদের একটি শিফটের তিনশ’র বেশি সদস্য মোতায়েন থাকে। মঙ্গলবারও সেই মোতাবেক কর্তব্যরত থাকবে। আমরা আরও সদস্য বাড়ানোর পরিকল্পনা করছি।’

তিনি বলেন, ‘অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা পরিকল্পনা করেছি। নিরাপত্তার কোনও সমস্যা হবে না বলে আশা করছি।’

এক প্রশ্নের জবাবে সিহাব কায়সার খান বলেন, ‘‘আমাদের নিয়মিত ফোর্সের পাশাপাশি ডগ স্কোয়াড ‘কে নাইন’,   ক্রাইসিস রেসপন্স টিম কাজ করবে। সাদা পোশাকেও মোতায়েন করা হবে বেশ কিছু সদস্যকে, যারা নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বিমানবন্দরকেন্দ্রিক একাধিক বাহিনীর সঙ্গে ডিএমপির পুলিশও মোতায়েন থাকবে। বিশেষ করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ট্রাফিক পুলিশের সদস্যরাও কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবেন।’

সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরের গোলচত্বর থেকে সিভিল এভিয়েশনের সদর দফতর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। খালেদা জিয়ার গাড়িবহর যেন সঠিকভাবে গুলশানের দিকে যেতে পারে, সে জন্য পুরো রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। প্রতিবন্ধকতা ছাড়াই তার গাড়িবহর চলার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই করবেন নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) সোমবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কারা কোথায় অবস্থান নেবেন, তারা কী করতে পারবেন, কী করতে পারবেন না—সে বিষয়ে কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

রবিবার (৪ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরবেন খালেদা জিয়া। নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল থাকবে খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল থাকবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান নেবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত থাকবেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স
রাত পোহালেই দেশে ফিরছেন খালেদা জিয়া, নতুনরূপে প্রস্তুত ফিরোজা
হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
সর্বশেষ খবর
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
পর্দা নিয়ে শিক্ষিকার ফেসবুক পোস্টের জেরে সালিশ ডেকে ক্ষমা প্রার্থনা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ